বি কা শ দা শ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

বি কা শ দা শ


ধানখেতে ঢুলছে খামার

---------*---------*---------*----------



কিছু কিছু ঘুম চেয়ারে বসে পা দোলাচ্ছে
ক্লান্তিরা ধান রুইছে নির্মানের
আকাশ করুণা ঢালছে নিরন্তর
আর মাথার উপর উড়ে যাচ্ছে লক্ষ পৃথিবী ।
মেঘেদের সঙ্গম দেখে জলপাই রঙের গাছেরা
হস্তমৈথুনে উড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ সন্তান
একটা মৃত মানুষ হাসছে কবরের উপর আজান দিতে দিতে।

নৈশব্দের ভেতর হারাচ্ছে ক্ষণকাল
আমাদের কোন গন্তব্য নেই
পথগুলো সব তুলে নিয়ে গেছে অসংযম
কচি কলাপাতার মতো সবুজ ধান গাছ
তখনও ভবিষ্যের ভাগ্য লিখছে।
কাদা জলে চুপ শুয়ে আছে আকাঙ্খা
একদিন খামারে বাজনা বেজে উঠবে
ঘুমেরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবে
তারা শূন্যের মতো গোল হয়ে কণ্ঠে তুলে নেবে ঝুমুর।

ধান খেতে দাঁড়িয়ে আছে আস্ত খামার
ক্লান্ত মানুষের ছায়ায় নেচে উঠবে শস্যখেতের অহংকার।
=======০০০=======


বি কা শ দা শ
৩৫/৩/১ বাকসাড়া রোড
বাকসাড়া ; হাওড়া-৭১১১১০

No comments:

Post a Comment