সুমন্ত মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সুমন্ত মন্ডল


ইচ্ছে উড়ান___


এমনই এক বসন্ত দিনে ওড়ার জন্য সাজাচ্ছো ডানা
তুমি অল্প আলোর আল্পনাতে আগলে রাখছ সীমানা,

বুকের হাপরে  হাওয়া ধরতেই  উড়িয়ে দিলে ওড়না;
থমকে যারা দাঁড়ালো সেদিন তাদের কেউই যাযাবর না;

আমিও ছিলাম ফেরার পথেই বুকে তখনও ক্ষত স্থানু। 
আলোড়ন ছিল ক্লোরোফিলে। ঘাসফুলরাও নতজানু,

খানিক কাছে এগিয়ে যাওয়ার সাহস ছিল বড্ড কম
তুমি ওড়ার ইচ্ছেতে সওয়ার তখন, চাইনি তার পণ্ডশ্রম

বোঝাপড়া আগেই শেষ; জানি উড়ানে নেই অংশীদারি
রাখলে আস্থা আগের মতো, ছায়া ধরে আজীবন হাঁটতে পারি

জানি সে ভাবনা বৃথা, নিয়ম ভাঙতে শিখেছো নিয়মমতো,
তবু সময় হলে একটু ভেঙো জমানো অহংকার আর উদ্ধত। 

দুটি ডানা পেয়ে তুমি ভুলে যেওনা কখনও মাধ্যাকর্ষ;
পাশাপাশি দুটি তারা জ্বলে তবু দূরত্ব তাদের আলোকবর্ষ। 

তারপর এক শীতের সকালে তুমি নামছ মাটিতে সিক্ত চোখ!
আমি তখনও সযত্নে কুড়িয়ে রাখেছি সবকটা ঝরা পালক। 
                ****************


সুমন্ত মন্ডল

বালিপুর, হুগলি

No comments:

Post a Comment