অমৃতা বিশ্বাস সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

অমৃতা বিশ্বাস সরকার

স্বপ্নেতে বাঁচি 


নতুন ভোর বিদায় জানায়
রাত্রিযাপনের অনাহূত দুঃস্বপ্নদের 

ঊষার রক্তিম আলোর ছটায়
বানভাসি দিগন্ত
বিহঙ্গের সদ্য উন্মীলিত ডানায়
মুক্তির আস্বাদ
মৃদু শীতল বাতাসের মন ভালো করা
স্পর্শ জোগায় দিবস সূচনার অক্সিজেন

চতুর্দিকে ক্রমশ প্রকাশ্য পরিব্যাপ্তি
নতুন বছরের সুচনায় যেন কাটছে
মানবতার সুপ্তি  

পুরনো স্মৃতি মুছে ফেলার তোড়জোড়
নতুন করে শিক্ষা নিয়ে
নতুন আশায় বাঁধি বুক

সংকল্প হবে কর্ম-রসদ
নতুন স্বপ্ন পূরনের আশা দেখে দুচোখ 

   ~~~~****~~~~

















AMRITA BISWAS SARKAR
VILL & POST-BHADUL
DIST-BANKURA
PIN-722155
MOB-9531761814
*************

No comments:

Post a Comment