অসীম মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

অসীম মালিক

   মাটির প্রতিধ্বনি



ভরসা যাদের নদীর পল, তিন ফসলী জমি, 
মাটি তাদের আপন বন্ধু বাদবাকি সব মম 

সিরিয়া নয়, রাশিয়া নয়, চোখই তাদের ভূমি 
ওই লং মার্চে উঠল কেঁপে, আমার জন্মভূমি 

মাটি যাদের দাবি মেটায়, বৃষ্টি চেনায় সবুজ 
পায়ের তলায় সরবে মাটি ভাবলে তুমি অবুঝ 

মাটির আয়নায় শহর নগর, শহর তলির মুখ 
যে দেখেনি, সে বোঝেনি, কৃষক মাটির সুখ 

মাটির দিকে তাকাও রাজা, মাটি চেনায় বন্ধু 
এই আসমুদ্র হিমাচল আর সপ্ত সাগর সিন্ধু 

এই লং মার্চে কেঁপে উঠুক, পায়ের তলার মাটি, 
মাটি চেনাক, মাটির বুকে, কে নকল কে খাঁটি
-----------------------------------------------


 






Asim Malik, Sitalpur, Arambagh, Hooghly

No comments:

Post a Comment