শুভদীপ পাপলু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

শুভদীপ পাপলু

ছেঁড়া ডায়েরীর পাতা

************************************************************

রাত তুমি খেয়ালী উজানে চাপানউতোর হাসি,
রাত তুমি অবাক আগুন পরাধীন বনবাসী।

রাত তুমি অজানা আকাশে স্বদেশী গান গাও,
রাত তুমি স্বপ্ন হয়ে একবার ধরা দাও।

রাত তুমি লাল ঠোঁটেতে দুর্গাপূজোর শাড়ি,
রাত তুমি মেঘলা বিকেলে ছোট্ট একটা ঘুড়ি।

রাত তুমি অন্ধকারে ঝাপসা চোখের ভিড়,
রাত তুমি ছোট্ট সবুজ শান্তির এক নীড়।

রাত তুমি কাকভোরেতে শেষ ঘুমের'ই সুখ,
রাত তুমি ক্যানভাসে'তে আমার আঁকা মুখ।

রাত তুমি একলা নদী বৃষ্টিভরা চাঁদ,
রাত তুমি ক্ষিধের পেটে অসহায় আর্তনাদ।

রাত তুমি ঝলসানো এক যুবকের ভালোবাসা,
রাত তুমি আগামী সকালে সবার মুখের ভাষা।

রাত তুমি অগ্নিযুগের পদাতিক বাহিনী,
রাত তুমি ভীরু চোখের জীবন্ত কাহিনী।

রাত তুমি বাংলা জুড়ে মিটিং মিছিল ভোট,
রাত তুমি কাপুরুষের পরিবর্তিত মহাজোট।

রাত তুমি সলতে প্রদীপ হাত বদলের পালা,
রাত তুমি সব পুরুষের বাসি ফুলের মালা।

রাত তুমি বিবর্ণ এক পাংশুটে প্রজাপতি,
রাত তুমি শহরে গ্রামে রাজনীতি হাতাহাতি।

রাত তুমি লাঙ্গল ঘরে সোনালী মেঠো ধান,
রাত তুমি বন্ধ্যা শ্রমিক শিল্পের জয়গান।

রাত তুমি বৃন্দাবনে রাখাল কানু'র বাঁশি,
রাত তুমি বুলেট বারুদ গুজরাট থেকে ঝাঁসি।

রাত তুমি বদলে গেছো বলবে জানি সবাই,
রাত তুমি আজও আছো আমার বোকা বুবাই।

রাত তুমি চাইলেও আজ আর হবে না দেখা,
রাত তুমি অচেনা পৃথিবী,আমি হারিয়ে গেছে একা।

**************************************














কলমে - শুভদীপ পাপলু

No comments:

Post a Comment