তোফায়েল তফাজ্জল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

তোফায়েল তফাজ্জল


সবুজ সৌহার্দ্য


ইচ্ছের একটি বীজ পুঁতেছি মাটিতে,
আশা, ভোরেই গজাবে চারা
যে টি শুষ্কতার চোখ রাঙানির মাঠে
নিয়ে আসবে সবুজ সৌহার্দ্য

যে টি নির্বিঘ্নে ছড়াবে বাহু  
ঘাম ঝরা মাঠের কিনারে,  
পাতাগুলো নেবে পাখারূপ,  
শাখায় বসাবে পাখিকুল  
ক্লান্ত কানে ঢেলে দেবে
তা নাশের কাঁচা-মিঠা সুর


যেখানে থাকবে না কোনো
বজ্র আঁটুনির উপস্থিতি,  
না কোনো নখর, দ্বন্দ্ব-জের,  
বরং প্রপূর্ণ থাকবে শিশুর সারল্যে,  
যে সবুজ তাড়াবে সবুজ বিষ: রক্ষা করবে
তামাকের নোলো থেকে, নেশা নাশ থেকে
=======০০০০=======

তোফায়েল তফাজ্জল।
হিসাব রক্ষণ অধিকর্তা, বসনা-এস অয়েল অন্ড গ্যাস কোম্পানি, লিবিয়া।
স্থায়ী ঠিকানা : বাওয়া, ভালুকা, ময়মনসিংহ। বাংলাদেশ।

No comments:

Post a Comment