Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

নির্মলেন্দু কুণ্ডু

  নতুন শুরু

"মালবিকা না?"পিছন থেকে এক ঝলক দেখেই চমকে ওঠেন ড. অভিরূপ সরকার৷হু হু করে পেছন দিকে টানতে থাকে তাঁকে কিছু স্মৃতিরাশি৷


গ্রাম থেকে শহরে অাসা ইস্তক অস্বস্তিতে ছিল অভিরূপ৷এত বড় শহর,এত নামী কলেজ, গোপেশ স্যার না থাকলে তো আসাই হত না এখানে৷ ছোটবেলা থেকেই ডাক্তারি পড়ার শখ অভিরূপের৷ কিন্তু যত বড় হতে লাগলো,দারিদ্রের নিষ্পেষণে ততই স্বপ্নগুলো মলিন হতে থাকলো চোখের সামনে৷ একাদশ শ্র্রেণীতে পড়ার সময় বাবাও মারা গেলেন৷ অভিরূপ তখনই পড়ায় ইতি টেনে দিতে চেয়েছিল৷ কিন্তু গোপেশ স্যার তা করতে দেননি৷ যাবতীয় সাহায্য করে গেছেন অভিরূপদের৷ তারপর ভালো রেজাল্ট করে জয়েন্টে পাশ করে ডাক্তারি পড়ার জন্য কলকাতার নামী কলেজে ভর্তিও হয়েছে৷ থাকার জন্য ও হোস্টেল নয়, গোপেশবাবু ঠিক করে দিয়েছেন ওঁর বন্ধু ভবতোষ উকিলের বাড়ি৷ সেখানেই আলাপ মালবিকার সঙ্গে৷ ভববাবুরই মেয়ে৷ অভিরূপের থেকে বছর দু-তিনেকের ছোট৷ অবসর সময়ে তাকে পড়ানোর ভার পেল অভিরূপ৷ স্বাভাবিকভাবেই শিক্ষিত, ভদ্র অভিরূপকে মনে মনে ভালোবেসে ফেলে মালবিকা৷ যদিও বলছি-বলবো করেও বলা হয়ে ওঠে না কোনদিনই৷ শেষে যেদিন ও খবর পেল, ইন্টার্নশিপ পেয়ে অভিরূপ লন্ডনে যাচ্ছে উচ্চতর শিক্ষালাভের জন্য, সেদিন সাহস করে বলেই ফেললো কথাটা৷ সব শুনে অভিরূপ শুধু বলেছিল—"তা হয় না, মালবিকা৷ তোমাদের কাছে আমি ঋণী৷কিন্তু সে ঋণ আমি আর বাড়াতে চাইনা৷" কোন কথা না বলেই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল মালবিকা৷ দিন কয়েকের মধ্যে অভিরূপও উড়ে যান লন্ডনে৷

কিন্তু এর মধ্যেই প্রজাপতি অভিরূপের মনেও রং ছড়াতে শুরু করেছে৷ মালবিকার প্রতি একটা অদ্ভূত আকর্ষণ অনুভব করছে সে৷ আবার ওকে এক কথায় ফিরিয়ে দেওয়ার জন্য অপরাধবোধও কুরে কুরে খাচ্ছে তাকে৷ এরই মধ্যে সে খবর পেল মালবিকা এখন পরিণীতা৷ টেলিগ্রামের কাগজটাকে দুমড়ে টেবিলে ছুঁড়ে ফেলেছিল অভিরূপ এক মুহূর্তেই৷

এরপর কেটে গেছে বেশ কিছু বছর৷ লন্ডনে কিছুকাল প্র্যাকটিস করে সে ফিরে এসেছে কলকাতায়৷ নিউরো-সার্জেন হিসেবে যথেষ্ট নাম-ডাক তার৷ কিন্তু তবু কীসের যেন যন্ত্রণা এখনও দগ্ধ করে অবিবাহিত ড. অভিরূপ সরকারকে৷ হঠাৎ একদিন খবর পেলেন পাভলভ মানসিক হাসপাতালের এক পেসেন্ট নাকি পড়ে গিয়ে ভয়ানক ব্রেন-ইনজুরি বাঁধিয়ে বসেছেন৷ তিনি একবার অবশ্যই যেন পেসেন্টটিকে অ্যাটেন্ড করেন৷ আর তাই আজ তিনি পাভলভে৷

—"কী হল,স্যার?"
—"হুম,না,কিছু না৷ চলো, পেসেন্টটাকে সুস্থ করতেই হবে"
ড. অভিরূপ সরকার নতুন উৎসাহে এগোলেন সামনের দিকে, যেন আবার এক নতুন শুরুর উদ্দেশ্যে৷
==================================================================================


 










নির্মলেন্দু কুণ্ডু
বহরমপুর,মুর্শিদাবাদ


 



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত