দেবাশিস কোনারের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

দেবাশিস কোনারের দুটি কবিতা


গন্তব্য



বাঁশিতে ফুঁ দিয়ে যেমন ছোটে ফুটবল খেলার মাঠে
যার জানালা যেমন বাতাস তেমন আসে যায়
কি করে যাব অকুস্থলে ভাবছি আর ঘাসের ওপর
বসে থাকা আমার দিকে নজর দিচ্ছে শকুন্তলা
মোহমুগধ আমাকে ভাসিয়ে দেয় জলের আস্তরনে
বদ্ধমূল ধারণা পাল্টে যায় সোনার দিন ধরে রাখা
হয়তো বা সাংকেতিক এই পৌঁছানো সাজানো বাগানে


 

চিকিৎসা



পায়ের নিচেই শুয়ে কুকুরের লেজ নাড়া দেখে
প্রাত্যহিক মনোবল বিকশিত হোক! চরম দুর্দশা
থেকে মুক্ত হতে ফেলে দাও পথে। ফিরে এসে ধুয়ে টুয়ে সুচিশুভ্রএ ই অজানা তথ্য নিশ্চিত জেনেছে মরিজ।
ইলাজ করতে করতে বন্দরের দিকে ভ্রমন ডাক্তারসাব
যদি বাঁচতে চাই আরও অনেক দিন ! বাঁচাতে পারবেন ?
কুকুরটা কামড়াকামড়ি করে পথে প্রান্তরে। রোগী ভাল হলেও, সে আর ফেরে না। আসলে সে যে পথের কুকুরের সাথে মিশে নোংরা হয়ে গেছে। একটা বিদেশি নিজেকে বদলে ফেলতে পারে অথচ আমরা পারি না !
===========০০০০===========




দেবাশিস কোনার
বাদশাহী রোড
রবীন্দ্রকানন
বর্ধমান-৭১৩১০১




No comments:

Post a Comment