কুমারেশ তেওয়ারি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

কুমারেশ তেওয়ারি

আমার আসানসোলকে


মনখারাপ নিয়ে একটাও কবিতা লিখবো না আজ
ওখানে কে কার ঘর জ্বালিয়ে দিলো তা নিয়ে আজ
কোনো উচ্চবাচ্য নয়

কার দিকে কে কী ছুঁড়তে গিয়ে পথশিশুটিকে পেড়ে ফেলল ধুলোয়
এসব নিয়ে কোনো জোরালো তর্কে যেও না হে আলজিভ

কপালে সিঁদুরের ফোঁটা নিয়ে যে মাতব্বর গরম করছে পাড়া
আঠারোর হাতে তুলে দিচ্ছে ভুল সংবিধানের পাঠ
তার কাছে আজ আর কোনো প্রশ্ন নেই

শুধু অমলতাসের কাছে গিয়ে বলবো,
আজ আমার শহরের কঠিন অসুখ
দাও তোমার সবটুকু আলো
আমি রেখে আসতে চাই ওই অন্ধকার গলিপথে

শুধু প্রার্থনার কাছে বসে বলতে চাইবো,
একসঙ্গে বাজিয়ে দাও সমস্ত দেবালয়ের ঘন্টাধ্বনি
যেন তার তীব্র শব্দ ছুঁয়ে যায় শহরের কাতর পাঁজর
যেন সমস্ত মানুষ একে অন্যের কাছে বসতে পারে নতজানু

একে অন্যের ক্ষতে আঙুল ছুঁইয়ে বলতে পারে
চলো আজ সারারাত খোলা আকাশের নীচে বসে
নম্র ভায়োলিনে ছড় টেনে ইমনকল্যান ওড়াই
=================================












কুমারেশ তেওয়ারি
কন্যাপুর, আসানসোল, পশ্চিম বর্ধমান

No comments:

Post a Comment