সুতপা পুততুন্ডর গুচ্ছকবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সুতপা পুততুন্ডর গুচ্ছকবিতা

স্বপ্ন তুমি জীবন ভোলো



গভীরপ্রেমে পুড়বে বলে ভবিষ্যতটা রাখলো বাঁধা!হাতের ওপর হাতটি রেখে, উজিয়ে স্বপন উজিয়ে বাধা!
ভালোবাসার হাতটিধরে যেই না গেলো দূর শহরে!
স্বপ্নদেখা মিথ্যে হোলো চন্দ্রবোড়ার, দাঁতের কামড়
নোখের আঁচড়ে।
এইভাবেই একটা জীবন বয়েই গেলো.....
হঠাৎ একদিন নিস্ব জীবনে বৃষ্টি এলো
দুচোখ তোমার ছলছলালো, ঝাঁপির ভেতর চন্দ্রবোড়া ভ্যানিশ হোলো!
বিষের জ্বালা রয়েই গেলো,রয়েই গেলো..........
ভিখিরি জীবন করলো শপথ, গোলির মোড়ে
ভর্তিথালা কেবল বাতিল নোটের ভারে!
খালি পেটে ঝাঁটা হাতে স্বচ্ছ ভারত তুমি গড়ো,
ঘরছাড়ার স্বপ্ন নিয়ে চন্দ্রবোড়া তুমিই ভরো
এই ভাবেই গল্পটা বেশ এগোচ্ছিলো.......
ধুপকাঠি আর ঠোঙার ভীড়ে,
হঠাৎ একটা দমকা হাওয়া
ঢুকলো গিয়ে শরীর আঁচল সেফটিপিনে!
সস্তা মেক আপ ফাগুন দিনে,
সম্বল যা ছিলো কিছু বাকি সবই গেলো ঋণে,
এখনো তুমি স্বপ্ন দেখো, চামড়াঝোলা নয়নপথে
দিন বদলের গল্প শোনাও,জল চিকচিক বাধা গতে
স্বপ্ন তুমি জীবন ভোলো, জীবন ভোলো...

============


স্বপ্নবীজ



অল্প বৃষ্টি তে ধুলোগুলো জব্দ
গরম মাটি থেকে বেড়িয়েএলো
সোঁদা মটির গন্ধ! সেই গন্ধ গায়ে মাখতে!
মন্দ লাগে না!
আশে পাশে ছড়ানো বিকেলের
মনখারাপ গুলো হঠৎ করে উধাও
গাছগুলো ফিরেপেলো অচেনা সবুজ!
দেখতে মন্দলাগে না!
এই বৃষ্টি তে কিছু স্বপ্নবীজ আমিও বুনেছি,
যেন উত্তাপ বিনিময়ের
সোহাগি আঁচল পেতেছি,
সেই ইচ্ছেবীজে জল দিয়েছি,অতি সংগোপনে,
ভাবতে মন্দ লাগে না!
ধুলোর জীবন থেকে,অনিশ্চয়তা
একেবারে ধুয়ে মুছে যাক,
তোমার সুন্দরেই যদি জেগে থাকে
আমরণ অধিবাস!
মন্দ হত না!

=============


স্বপ্ন মহল



স্বর্ণকমল আনবো তুলে
স্বপ্ন মহল সাজাতে!
ভালোবাসার রংমহলে,
আসবি বাঁশি বাজাতে?
সাত রঙা রামধনু থেকে
রাঙিয়ে দেবো মনের আকাশ
ভালোবাসি বলবো তোকে,
সাক্ষী থাকবে মলয়বাতাস!
যাব আমরা চাঁদের দেশে
ঘুরবো দুজন ছদ্মবেশে,
প্রজাপতির পাখনা নিয়ে,
চলে যাব নিরুদ্দেশে।
দেশ হতে দেশ দেশান্তরে
মাঠ পেরিয়ে তেপান্তরে
প্রেমেরবাণী ডাক দিয়ে যায়
কোন সে জাদু মন্তরে।
ঝিনুকের মাঝে মুক্ত যেমন,
বক্ষ মাঝে থাকবি তেমন
নরম হৃদপিন্ডের মাঝে
করবো না হয় কুহুকুজন।।

=============



 
 
 
 
 
 
 
 
 
 
Sutapa Putatunda
ichapur nawabganj
ramchandra path
north 24 pgs

1 comment:

  1. কবিতা আছে হাতে, গঠনে আর একটু মনোযোগী হতে হবে। ডট (.) তিনটির বেশি দেবেন না। তে, গুলো আলাদা হয়ে না যায়। কূজনও কুজন হয়ে গেলে সুজন খুঁজব কোথায়!

    ReplyDelete