পল্লব মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

পল্লব মজুমদার


আহব 

তার সাথে আর দেখা হয়নি কখনো কোনওখানে!
যেভাবে অনিয়মিত হয়ে পড়ে সেরা প্রয়োজন ;
সেভাবেই গতিপথ ঘুরে গেছে মৃত অভিমানে
স্মৃতিরা দিয়েছে চিঠি, শেষ ইতি লিখেছে যখন

অপেক্ষার একক যদি ধৈর্য্য হয়, উপেক্ষার 'প্রেম'
আতস কাঁচে খুঁজে ফেরা মন হারিয়েছে দূরবীনে
ক্যামেরা ঠিকানা বদলেছে; ছেঁড়া ছবি আকঁড়িয়ে ফ্রেম,
সন্ধ্যে বেলার পান্ডুলিপির মত ফিরে গেছে সুর কিনে

সোহাগ জানে পরাগ কোথায়, রেণু মোহ মাখে ফুলে!
সারাটা জীবন বৃথা দোটানায় বোঝাই হয় না সুখ কি
দেহ একই থাকে, ছোঁয়া বদলায় উস্কানির আঙুলে,
মুখোশ চেনার সহজ উপায় বাতলিয়ে দেয় মুখ কি?

গোপন সত্যি উন্মোচনের আদর্শ স্থান স্বপ্নলোক,
বাস্তবে যার অস্ত্র হৃদয় আহব তারই সঙ্গী হোক।
 ***********************


  







পল্লব মজুমদার
সোদপুর, ঘোলা, চন্ডীতলা, কোলকাতা - ১১০

No comments:

Post a Comment