খুকু ভূঞ‍্যা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

খুকু ভূঞ‍্যা


নিশ্চিত 


ধানসেদ্ধ শেষ হল কিছু কালির দাগ আর খড়পোড়া 
গন্ধ নিয়ে সাজাতে চাই সংসারের এয়োরং
কয়েক প্রজন্মের চিন্তা নিয়ে মাঠ হয়েছে শঙ্খচিল
তার বুকে বুক রেখে যতটুকু তাপ পাই,
জ্বলে উঠতে পারে প্রদীপ।        
দূরের নক্ষত্রে যত আলো দ্বিগুন অন্ধকার; 
সে আলোয় মুখ রেখে ঝলসে গেছে ধানফুল আর 
লক্ষ্মীপেঁচার ডানা
আঁচল ঢাকতে পারে না মৃত্যু কাতরতা    
ডাক পড়ে আত্মহত্যার। 

রে যেতে পারি কিন্তু মরব কেন?
খড়ের চালা থেকে গড়িয়ে পড়া রোদ আর
ধানমাঠ প্রেম নিয়ে পেরিয়ে যেতেই পারি
ভোর না হওয়া সকাল, বিশ্বাসের চোরটানে
*******************************



খুকু ভূঞ‍্যা      
মেদিনীপুর 

No comments:

Post a Comment