মন্দাক্রান্তা সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

মন্দাক্রান্তা সেন

|| চিরঞ্জীব ||


সন্ধানের পালা শেষ, এতদিনে গেল তবে জানা 
বিরূপ বিদেশ ছিল তোমাদের শেষের ঠিকানা 

অপরাধ ছিল কী যে, সে কথা বুঝিনি আমি-তুমি 
কেন তোমাদের টেনে নিয়ে গেল ক্রূ্র বধ‍্যভূমি 

পড়ে আছ অপেক্ষায়, বাড়িতে খবর যাবে কবে 
বাড়ি ভাবে কুশলের সংবাদ কীভাবে পাবে তবে! 

খোঁজ নেই কতদিন, কতদিন নেই খবরেই 
কে জানত তোমরা আছ অন্ধকার গণকবরেই 

খান কয় অস্থি শুধু, পরিচয় লেখা ডিএনএ-তে
আরও দেরি হয়ে গেল আপনজনের খোঁজ পেতে 

আপন জন কি শুধু মাতা-পিতা-স্ত্রী ও সন্তান 
সমস্ত দেশের সঙ্গে তোমাদের রক্তের টান 

না শুধু দেশই বা কেন, সারা পৃথিবীর সভ‍্যতাই 
তোমাদের-আমাদের প্রকৃত ঠিকানা,আর তাই 

তোমাদের কেড়ে নিক সন্ত্রাসের যত হাতিয়ার 
ফুরাতে পারবে না তারা বিশ্বের মানবজাতি, আর 

হত‍্যা করল তোমাদের, হত‍্যা ক‍রে আমাদের যারা
মৌলবাদী সেইসব অশুভ শক্তির সামনে দাঁড়া 

 দাঁড়া মাথা উঁচু করে, কবরের শুকনো করোটি
 তোদের কপালে দিই রক্তে ভেজা আলতো জলপটি

 যেইদিন শান্ত হবে আমাদের প্রিয় এ পৃথিবী
 যেই দিন হত‍্যার খবর পাবে না কোনও টিভি

 দেহাবশেষেরা সব হেসে উঠবে বাজিয়ে হাড়ে হাড়
 হেসে উঠবে পৃথিবীর সারা অঙ্গে লাশের পাহাড় 

প্রত‍্যেকের জন‍্যে দেবো চোখের জলের এপিটাফ 
পৃথিবীর রক্তদাগ ধুয়েমুছে করে দেবো সাফ

 সেদিন এ কবিতাকে অনায়াসে ফেলে দেবো ছিঁড়ে
 স্বতঃস্ফূর্ত মিশে যাব চলমান সভ‍্যতার ভিড়ে 

 তোমাদের সাথে নিয়ে চিরঞ্জীব সভ‍্যতার ভিড়ে

================================


 











মন্দাক্রান্তা সেন, কলকাতা 

1 comment:

  1. বেশ কিছুদিন পড়া হয়ে ওঠেনি তাঁর কবিতা, মন্দাক্রান্তার অনবদ‍্য এই কবিতাটি পড়ে অত‍্যন্ত ভালো লাগল।

    ReplyDelete