Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

উজ্জ্বল সামন্তর গুচ্ছকবিতা


"বন্ধন"


বাঁধন শুধুই কি সুতোর টানে
না হৃদয়ের অমোঘ ভালবাসায়
আবদ্ধের আংগিকে দুটি মন
কত  মধুর রঙীন  স্বপ্নের আশায়

ভাললাগা ভালবাসা বিভক্ত পার্থক্যে
প্রথমটা চোখে, অপরটা রক্তে মেশে
মন অদৃশ্য শরীরে তবু
অজেয় কি মানব মস্তিস্কে

অনুভূতি আবেগ আবেশ খেলে
ঝর্ণা ধারার স্রোতের বেগে
বীজের সুপ্ত জীবন যেমন বাঁচে
প্রকৃতির বারিধারার জল সিঞ্চনে

অদৃশ্য টানে কাছে আসা
পরস্পর কে আলিঙনে
খড়কুটোয় বাবুই যেমন
নিখুঁত ভালবাসার বাসা বোনে 
শিল্পী হার মানে তার শিল্পকলায়



"পূর্বরাগ"


কত মধুর কত গভীর
তোমার আঁখির টানে
আমার আঁখির পড়ল ধরা
তোমার আঁখির সনে
কখন আসে রাত্রি বা
দিন কখন তারা যায়
আঁখির সনে আঁখির বাধন
নিদ্রা তফাৎ রয়

তোমার সনে আলিঙনে ধরা
অপলক লাজুক নয়নমণি
আমার  হল খোঁজ সারা
তোমার তরে লাগি আজি
মনের খোঁজে 

অনুভূতি পূর্বরাগ ভাললাগা
দুটি হৃদয়ের স্বপ্ন বুনবে
একে অপরের বাহুডোরে
ভালবাসার ঐস্বর্গীক সুখের রাজপ্রাসাদ...

"মন"


হৃদয় চোঁয়ানো সুখ নড়ে দেখ
আত্মা বিবেকের আলিঙ্গনে পরস্পর
পৃথিবীতে সবাই সুখী হতে চায়
তবুও মন কেন এতো সুখেও সুখী নয়

মনের দোটানায় রিক্ত সবই
অস্পৃশ্যতা শুধুই কি দেহে
মন কলুসিত রিক্ত দীন
চিন্তা ভাবনা দৃষ্টি ভঙ্গীতে
আয়না যে অস্পষ্ট ধূলিতে আবয়ব

নিয়ন্ত্রিত মনে গুরুমস্তিস্কে
মন যে মানে না মানা
কল্পনার সাগরে মেলে পাড়ি দেয় অহরহ
বিকশিত মুক্তির ইচ্ছায় মেলে ডানা
অনুভূতি আবেগ ইচ্ছে অনিচ্ছে ভর করে...

 

"শুধু তোমারই জন্য"



"তোমার হৃদয় বুনিয়াদহীন 
অহংকারী  মনে নেই কোনো সহানুভূতি 
কলঙ্কচিহ্ন  আমি ছিলেম তোমার
শরীরে রয়ে যাওয়া  খত চিহ্নিত  

মন আবেগী বৈরাগী 
একতারা টানে সুর যেন সূচ হয়ে বিঁধে গলা
পথহীন  পথচারী  খোঁজে চলে গন্তব্য 

যে বাধা মানে না
মানে না কোনো মানা 
নাই  বা থাক  সম্মতি
মন তো মেলতে চায় ডানা..."

"তোমার বাগানে আমি
পড়ে থাকা শুকনো ফুল
মনে পড়ে যেদিন তুমি
পুতেছিলে তোমার মনের মাটিতে
ভালবাসার শুকনো বীজ

জীবন হয়ত ছিল কিনতু
আধাঁরের বুক চিরে প্রেমের
জল সিঙচনে প্রকৃতি জানান দেয়
তার অস্তিত্ব বেচেঁ ওঠার

রূপ রস গন্ধে আপ্লুত মন
কালের সময়ে নিঃশব্দ হয়ে
প্রকৃতির নিয়মে ঢলে পড়ে 
পৃথিবীর বুকে আমার মত"...


"চলো পাল্টাই"


অমৃত কুম্ভের সন্ধানে আজি
খোঁজে চলেছি দিশার সন্ধান
দেখছি পৃথিবী নূতন আলোয়
আত্মার অমোঘ জীগীষার টান
সমাজে পরিবত' আবশ্যকিয়
এমন ঝাড়ুদার  কোথায় পাবো
অজ্ঞানতা অস্পৃশ্যতা কুসংস্কার
দূর করবে সমাজের ময়লা যত
বিবেক জ্ঞান শিক্ষা অশিক্ষা
সমাজে চেতনা সাম্য ঐক্য ফেরাতে হবে
টনে'ডো মত ঝড় চাই যা
সমাজে কে পাল্টাতে গেলে
ঝড় হবে প্রকৃত শিক্ষা সংস্কৃতির মেলবন্ধনে
চেতনা সাম্য ঐক্য ফেরাতে
সবার সাথে, সবাই পাশে থেকে
চলো পাল্টাই এর ডাক দিয়ে...
*************************



 UJJAL KUMAR SAMANTA 
 BHATAR, RABINDRA PALLY,
 PURBA BARDHAMAN



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল