তপন কুমার মাজি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

তপন কুমার মাজি


     "জীবনের স্বপ্নালেখ্য"


একদিকে যখন চোখে শীতের উষ্ণতা আর নখে পরজীবী লোম নিয়ে হেঁটে চলেছে বানজারা-- 
মরুপথে স‍রু মনের আল বেয়ে অতীতের কোন ধ্বংসস্তূপের খোঁজে,
অন্যদিকে তখন ভিজে মাটির আবাহনে জীবনের গান গাইতে গাইতে ছোট্ট বুলবুলি ধান বুনতে থাকে পল্লবিত মাঠে, আনমনে...

সময়ান্তরে একসময় আকাশ চিরে ঝরতে শুরু করে বৃষ্টিবকুল--ময়নার ঠোঁটে,
আলতো আলোয় পাতার ফাঁকে ফাঁকে চাইতে শুরু করে কবিতারা--আড়চোখে,
নক্ষত্ররাও ভিড় জমাতে শুরু করে দেয় মুখরা পঙক্তির সবুজ কিনারে,
অতঃপর ভাষারা কথা বলতে থাকে কানে কানে।

ভোরের মিষ্টি ডাক শুনে কাদাখোঁচার প্রদাহ বাড়লেও বুলবুলির কণ্ঠকে স্তব্ধ করা যায় কি কখনোও ?
মরুদ্যানের জল যতই মিষ্টি হোক না কেন
চাতকের চোখ ফেরানো যায় কি কখনো আকাশ গঙ্গা হতে ম‍রু পানে ?

ঘর্মাক্তদের রক্তে বোনা আশালতার প্রাচীরে যখনই ফুটে ওঠে সহস্র কুসুম--
লক্ষ লক্ষ শিশুর মণিতে তখনই ফলতে থাকে একে একে সুবাসিত মনের মানিক্য,
আর ছোট ছোট প্রাণের সিক্ত ঠোঁটে দুলে ওঠে সুর ও ছন্দ ,
অবশেষে সময়ের প্রতিটি পাতায় লিখিত হতে থাকে অনাগত জীবনের স্বপ্নালেখ্য..!
--------------------------------------------------------------------














Tapan Kumar Maji, C/O- A.K. Basu ( NIGAMALAYA ),
Hindusthan park, Court more, St.no-- 1, P.O-- Chelidanga, 
Dist-- Burdwan(w), Asansol -- 713304,

No comments:

Post a Comment