বিশ্বনাথ প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

বিশ্বনাথ প্রামানিক

    প্রদীপ জ্বালি আর প্রদীপ জ্বালি...




  স্বপ্ন হারিয়ে গেছে,     
 বহুদিন  আর তাকে         
  কোথাও দেখিনা,
তার বাঁচাও নেই ,উজ্জীবন ও নেই।       
    তবু আমি বেশ আছি।।       
নিয়ম করে জল দেওয়া,    
    সার দেওয়ার ঝক্কিনেই
স্বপ্ন বিক্রির রসদ নেই,তাগিদ ও নেই।
কিন্তু বেঁচে থাকা আছে।
কাজ আছে,কর্তব্য আছে
 ভবিষ্যতে র ভাবনা ও আছে,
আর অতীত -ভাবতে ভালো লাগার লোভ আছ
যেখানে তাকে পাই,এলো চুলে,
বাঁকা চোখে, স্মিত হাসির ঢঙে,
আর বুককাপানো  হাসির হিল্লালে।


বহাল তবিয়তে মৃত স্বপ্ন রা
 হেঁটে বেড়ায় আঙিনায়,
আমার সাথেই চলে
অনন্তকাল-সুখে দুখে,        
   পথ চলে অনু পরমানু ছুয়ে।
হারিয়ে যাওয়া পথের বাকে
হঠাৎ যেদিন দেখা হলো



চমকে ওঠে বুক,
হারিয়ে যাওয়া কথার রাশি
বাকিয়ে নেওয়া মুখ
       স্বপ্নের উজ্জীবন


টিপ টিপ জ্বলতে থাকা
বাতিটার
       অপমৃত্যু , কাঁপিয়ে দিলো
দমকা বাতাস।
তুমি ছলকে উঠা তরঙ্গে
 নাভি জলে স্বপ্নিল,
      আমি তথৈবচ।
এখন বুকের মধ্যে নীরবে
 প্রদীপ জ্বালি
আর প্রদীপ জ্বালি.....

======০০০====



 












বিশ্বনাথ প্রামানিক
সোনারপুর  

1 comment: