Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

শান্তা কর রায়

স্বপ্নঘোর

        
মানব আর স্বপ্ন পাশাপাশি চলছিল ।  রিভলভার থেকে গুলি বলছে দুর্বলদের ছাড়ো, শাস্তি পাওয়াটাই যদিও বড়ো কথা নয়,তবে রক্ত চাই । আসল ব্যাপার হল হিংস্র হয়ে ওঠা । ছিন্নপত্র স্কেচে তীক্ষ্ণ সংশয় । মহাবোধি সোসাইটির ধর্মশালা উপচে পড়ছে ফসলে । এরপরে ধান ঘরে তোলার স্বপ্ন ব্যাটন অথবা যে ক্ষেত মৌরি বিলোয়, তার থেকে সামান্য দূরে জন্ম হয়েছিল মানবের । ওর জন্মের সময়টা ছিল অদ্ভুত। চাঁদ উঠতে দেরি করছিল, আবার সূর্যও নেই । সন্তানকে ভালো রাখার তাগিদেই বাবা বাড়ি ছাড়লেন ।  
পিকনিকের দিনই ধর্মতলা থেকে সদন পর্যন্ত পথমিছিল । মানবকে খুঁজছেন স্বপ্ন, অবাক হওয়ার উপায় নেই। পোড়া গন্ধ নাকে আসতেই গতির সন্ধান মিলল । কে যেন বলে উঠলেন, ' যা নিয়ে সংসার করি এখানে চেঁচান ছাড়া গতি নেই '। ঐতিহাসিক চিত্র,টিকিট কাউন্টারের কাছে । পুড়লে বয়স বাড়ে, কারণ ঝড় । সঠিক মানুষ কবিতা লেখে, আর গান গায় । এটাও সত্যি বলে ধরা যায় । উল্টো হয়ে পড়ে আছে, অথচ রাত্রে এখানে কেউ খায় না । একটাই কবিতা বারবার লিখতে ভালো লাগেনা, অথচ গল্প একটাই  । টলমলে শিশিরজল পদ্মপাতার কথা লেখে, অথবা রাতে এখনো যারা আসে তাদের কথা  । অগোছালো কাগজ আর সামুদ্রিক ঘোর ।
========০০০========


শান্তা কর রায়
১৭৪ রাজেন্দ্র এভিনিউ
উত্তর পাড়া
হুগলী-৭১২২৫৮

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩