ভুল করিনি
এক জীবনের ভালোবাসা স্বীকার যেতে ভুল করিনি
এক জীবনের অল্প খানিক কাছে আসায় ভুল করিনি
এক জীবনে ব্যর্থ হলে না হয় একটু কষ্ট পাবো
একটা জীবন কষ্ট পেলে এমন কি আর নষ্ট হবে ?
নষ্ট হওয়া মুখের কথা ? কে কাকে আর নষ্ট করে ?
ফুলের বনে পরাগ মেখে প্রজাপতির জাত চেনানো
আমরা যারা কাঙালপারা মধুর লোভে ঝাঁপ দিয়েছি
আঙুল ফাঁকে আর কিছু নয় ক্ষণিক প্রেমের রঙ লেগেছে
রঙ মেখেছি , বেশ করেছি , মুখ ঘষবো পাঞ্জাবিতে
তোমার ঠাণ্ডা উপেক্ষাতেও পিছোচ্ছি না , তোমার কসম
ঠিক ভুল সব হিসেব কষুক , ইঞ্চিমাপা সাবধানী দল
এক জীবনের ভালোলাগায় লাগাম কেন ? ভাঙব আগল...
******************************
Sharmistha Ghosh
"Mon Amour "
Tulshipara, Raiganj
Uttar Dinajpur
No comments:
Post a Comment