শ্রীমন্ত দের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

শ্রীমন্ত দের দুটি কবিতা


স্বপ্নের খেলাঘর



চোখের পাতায় স্বপ্নরা ঘোরে ফেরে
শিরায় শিরায় ক্ষণিকে তুফান ওঠে
বুকের ভিতরে ভালোবাসা খেলা করে
হৃদয় কাননে রক্ত কমল ফোটে |

বিনিদ্র রাত চাঁদ তারাদের ভিড়ে
কত ছবি আঁকি স্বপ্নের তুলি দিয়ে
আশার বেলুন ফুলে ফেঁপে বেড়ে ওঠে
জোনাকির দল আলো দেয় শয়ে শয়ে |

এভাবেই কাটে সময়ের পারাবার
সুখের পসরা সাজানো হৃদয় জুড়ে
বাস্তব ভুলে পাড়ি দিই অজানায়
আমি সুখী আজ স্বপ্নের খেলাঘরে |
      —


নতুন দিগন্তের খোঁজে


মনের ভিতর হাজার কথা
পায় না প্রকাশ শুধুই ব্যথা
অন্ত্যমিলের আশায় থাকি
দেয় না ধরা সবই ফাঁকি |

পলক ফেলা সময় কতক
নাচায় হৃদয় কতই চমক
শূন্যে ভাসি পাখির মত
জুড়ায় জ্বালা মনের ক্ষত |

দিক ভুলেছি পথের বাঁকে
সূর্য ডোবে গাছের ফাঁকে
চাঁদ তারারাও নিরুদ্দেশে
সুখ পাখিটাও ছদ্মবেশে |

আশায় আশায় স্বপ্ন গড়ি
হাত বাড়িয়ে আকাশ ধরি
পাই না তবু সুখের ছোঁয়া
কথার ভাঁজেই সকল চাওয়া |

এখন আমি খাতার পাতায়
কাব্য লিখি মনের কথায়
নতুন সুরে হৃদয় বাঁধি
হোক না যতই বিমুখ বিধি |
      —








 শ্রীমন্ত দে, আরামবাগ, হুগলি

No comments:

Post a Comment