রমলা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

রমলা মুখার্জী


অচিন পাখি 

ফুরালো যে একটা বছর
নতুন সকাল আসছে দেখি,
গাছের ডালে লেজটি ঝুলে
নাম না জানা কোন পাখি!
হারিয়ে গেছে চেনা পাখি,
চেনা - অচেনা কতই প্রাণ....
গাছ-মাছ-জল ক্রমেই উধাও
আকাশ-বাতাস ম্রিয়মাণ

েসুরো গায় নতুন পাখি
বছর শেষের এমন দিনে -
মানুষ নাকি পৃথিবীকে
নিচ্ছে কেড়ে কিংবা কিনে
নিয়ত সে নিতেই থাকে
দেওয়ার ঘরে কেবল ফাঁকি,
ভোগবিলাসের ফানুস ওড়ে...
দূষণ ভীষণ নিজেই ডাকি
কি বললি অচিন পাখি?
মানব মনে জমাট কালো!
আয় না পাখি আঁধার ঠেলে
জ্বাল না প্রেমের শুভ্র আলো..
তুই তো আমার পরাণ-পাখি
বাঁধ না বাসা চেতন ঘরে,
পৃথিবীকে সাজিয়ে দে না
বিবেক-ন্যায়ের নতুন ভোরে
দ্বেষ-দ্বন্দ্ব দূরে ঠেলে
মহামিলনের গান শোনা,
শেষ করে দে বুকের মাঝে
অশুভ ভাবের বীজ বোনা
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, বিবেকানন্দ পল্লী, হুগলি

No comments:

Post a Comment