তুলি রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

তুলি রায়


 ফেরা


ভাঙনের পূর্বে বা পরে
যা কিছু গড়ে এসেছি এযাবৎ
এমন নয় যে তা নির্ধারিত ছিল
অথবা এমনও নয় যে আমিই প্রথম

ভাঙা বা গড়া
                 তার মাঝে পড়ে থাকা
এক অখন্ড অবসর

যা  হারিয়েছে
তা কি সত্যিই হারিয়েছে?
হারায় তা আর ফেরে না হয়তো
অথচ আমি স্পষ্ট দেখতে পাই তার চলে যাওয়া আর আসার মাঝে এক অদৃশ্য সেতু

যা জুড়ে জুড়ে একটা অখন্ড যাপন
হয়তো অনেক যুগের পরে
খুঁজে পায় তার সঠিক ঠিকানা
=====০০০=====

তুলি রায়।
হাবড়া। উত্তর চব্বিশ পরগনা।

No comments:

Post a Comment