মোহাম্মদ সহিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

মোহাম্মদ সহিদুল ইসলাম


আশার প্রদীপ হৃদয়ে জ্বালো 


আসে দিন কঠিন, যায় দিন ভালো, 
আশার প্রদীপ তবু হৃদয়েতে জ্বালো

হিংসা আর বিদ্বেষ ভুলে যাও সব,
ভালবাসার বন্ধনে থেকোনা নিরব
ভুলের মিশ্রণেই জেনো জীবন,
ভুল থেকেই শিক্ষা নেয় ভাল মন

ব্যার্থতা গ্লানি আর রেখোনা ধরে,
সহজকে নিতে শেখো আপন করে
নতুন বছরে হোক সুন্দর এক পণ, 
দেখিবে সবে তোমার হয়েছে আপন। 

এসো ওগো বন্ধু এসো গাই গান,
ভেদাভেদ ভুলে হই সবাই সমান
ঘুমন্ত ভালোবাসা জাগরিত করি,
সবে মিলে এসো সুখের মঞ্চ গড়ি

এসো বন্ধু জড়তা সব ঝেড়ে ফেলি,
হৃদয়ে ভালবাসার দ্বীপশিখা জ্বালি,
হিংসার দাবানল নগ্ন পায়েতে দলি,
প্রেমফুলের ডালি দেই সবাকে তুলি। 

ভুলে যাই এসো বন্ধু স্বার্থতা, ছলনা,
ভালবাসায় করোনা স্বার্থতার তুলনা
মানুষকে ভালবাসবে এই করো পণ,
দেখিবে ধরণীর সব তোমার আপন

নতুন সুর্য দেখ, দেয় নি:স্বার্থে আলো,
আশার প্রদীপ তাই হৃদয়েতে জ্বালো
*****oooo*****













মোহাম্মদ সহিদুল ইসলাম 
বাংলাদেশ

No comments:

Post a Comment