অনুরূপা পালচৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

অনুরূপা পালচৌধুরী

সমানুপাত রাতশেষের দাবী



সবুজ নদীর জন্মান্তরেই ১দল সূর্যভোগী অন্ধকার

          ভার্জিনিটির মাটি খুঁড়ে নেয়

নিষিদ্ধ আগুনের দরজায় ধর্ষিত ২ চোখ 

বলি হতে হতে খেয়ে ফ্যালে সভ্যতার শিথিল লিঙ্গ 

      সতেজ মেঘের সন্ত্রাসে গাছেরও কান্না পায়

ফুলেরা হাসে চিরহরিৎ আকাশ থেকে



অকাতর মোমদানীর গলিত লার্ভার পেটে

বিবস্ত্র রাতের ইতিহাস ঘেটে উঠে আসে

      অবশ ব্লাউজের আদিম মৈথুন

বিকৃত জোছনার মুখে ঢেলে দিই হলদে বীর্য
উলঙ্গ পৃথিবীর ঊরুতে ঝুলতে থাকে নিষিক্তচাঁদ 

   [ভেদ] ~ সদ্য শিশুর ঠোঁটের স্বাধীনতার দলিল
            =====০০০=====



অনুরূপা পালচৌধুরী

No comments:

Post a Comment