মৈনাক চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

মৈনাক চক্রবর্তী

স্বপ্ন


'
তোমার ঔরসে স্নাত হয়ে,
মাতৃত্ব আসুক আমার জীবনে'
এই ছিলো জীবনের কামনা।
নব বিবাহিত মেয়েটা স্বপ্ন দেখত
তার কোল জুড়ে খেলবে দস্যি শিশু,
মাতৃত্বের স্বাদ চাইতো নারীর হৃদয়।

'
তোমার উদীপ্ত কামনার রাতে,
তোমার শরীরে মিশাব আমার শরীর'
এই ছিলো কামনার প্রতিশ্রুতি।
বিন্দু বিন্দু ঘাম, কাঁপা কাঁপা ঠোঁটে
লুকিয়ে থাকতো অব্যক্ত জিজ্ঞাসা
তবুও মন চাইতো মিলনের উষ্ণতা।

'
তোমার হৃদয়ের নদী বেয়ে,
আমি অপেক্ষা করব প্রতি তটরেখায়'
এই ছিলো জীবনের বিশ্বাস।
বৈবাহিক জীবনে প্রথম পুরুষের সান্নিধ্য,
তার পুরুষের বুকের পশম ঘিরে
থাকতে চেয়েছিলো অলিন্দের কোণে।

ঘূর্ণী হাওয়ার বিধ্বংসী চক্রী
এলোমোলো করে জীবনের অনু-পরমানু....
বিয়ের মাস 'য়েক পরে একদিন.....
আলো নিভন্ত ফুটপাথ দিয়ে
মেয়েটি ফিরছিলো বাড়ির পথে।
অদৃষ্টের কোন যোগ ছিল নাকি জানা নেই
তবে,
পাড়ার কিছু হিংস্র-পিশাচ নর রূপী সারমেয়
......
হাওয়ায় উড়িয়ে দিল তার আঁচল....
......
ছিঁড়ে ফেলল পোশাক...
......
তছনছ করল তার কোমল প্রবৃত্তি....
তাকে স্থান দিলো সমাজ থেকে অনেক দূরে
ভ্যাপসা স্যাঁতস্যাঁতে মর্গে.....

'
তোমার ঔরসে স্নাত হয়ে
মাতৃত্ব আসুক আমার জীবনে'.....
'
তোমার উদীপ্ত কামনার রাতে,
তোমার শরীরে মিশাব আমার শরীর'.....
'
তোমার হৃদয়ের নদী বেয়ে
আমি অপেক্ষা করব প্রতি তটরেখায়'.....
স্বপ্ন গুলো কেমন বাতাসে উবে গেলো
সেই নিস্পাপ চোখে,
সেই ভয়ে কাঁপা ঘামে ভেজা ঠোঁটে,
উড়ে চলে মাছি, কীট-পতঙ্গের দল

+++++++++++++++++++++++++++++++















মৈনাক চক্রবর্তী
অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা

No comments:

Post a Comment