সীমান্ত হেলাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সীমান্ত হেলাল

স্বপ্নবাজের অপমৃত্যু


জীবনের প্রনোদনাগুলো স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছে। আধভাঙ্গা ঘুমের অতৃপ্ততা ইন্টারভ্যালের মতো বাস্তবতায় ফিরিয়ে আনে।
হলদে আলোর দ্রবনে সোনালী রেশমের মতো উড়ু–উড়ু– মন। ডিমের খোসায় লেগে থাকা পাথুরে নিষ্ঠুরতা-গোপন অসুখগুলোকে দেয়ালের রঙচিত্রের মতোন জাগিয়ে তুলছে।
স্বপ্নের বাড়ি বেড়াবো বলে আজকাল যুক্তিবাদের আইন শিখছি। জানি-
এখন একচেটিয়া মিথ্যে বলার স্বাধীনতা চলছে! সত্যকে ব্লাক আউট করে একটার পর একটা অঘটনের জন্ম দিচ্ছি! প্রতিদিন নাগরিক অধিকার কিংবা মানবিকতার মহানায়ক সেজে উন্নয়নের মহাসড়কে ব্যানার-ফেস্টুন হয়ে উড়তে থাকি !
বধিগ্রস্থ জড় পাথরের মতো উড়াল স্বপ্ন হয়ে একদিন নিরুদ্দেশে চলে যাবো। কোনদিন খুঁজে না পেলে ফাঁড়ি থানার দাখিলকৃত এ্যাফাইয়ারে খুঁজে পাবে এক স্বপ্নবাজের অপমৃত্যুর উপাখ্যান !
..............................
..........

সীমান্ত হেলাল
পোঃ হাজীর হাট, উপজেলাঃ মনপুরা, জেলাঃ ভোলা, বাংলাদেশ।

No comments:

Post a Comment