দীনেশ সাউ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

দীনেশ সাউ

  "নববর্ষের নবপ্রভাত" 

 
 যে পাতাটা পড়ছে খসে
        বসন্তের এই শেষ বিকালে,
জানতে চাও? সে কি লিখেছে?
        ছেড়ে আসা গাছের ডালে।

 সমবছরের ভালোবাসায়
        শক্ত বাঁধন, অটুট জোড়,
ঝড় ঝঞ্ঝা বুকে নিয়েও
        ফুটিয়ে গেছে নতুন ভোর।

সূর্যরাগে উঠত জেগে,
        লক্ষ কণা-ক্লোরোফিল।
মায়ের স্নেহ, রান্না ঘরে
        আশীষ বারি অনাবিল।

আজ হয়ত অপাঙ্‌ক্তেয়,
        শুকনো, নীরস, লালিত্যহীন!
বাঁচা-বাড়ার মহান রসদ
        যোগান দিয়ে রাত্রি-দিন।

অবাক হয়ে তাকিয়ে থাকা,
        নগ্ন শয্যা, মাটির কোল।
বর্ষ শেষের বিদায় বেলায়
        আবাহনের কলরোল।

ওই পর্বে কদিন পরেই
        ফুটবে আবার কিশলয়,
পুরাতনের ছায়াপথেই
        ছড়িয়ে দেবে পরিচয়।

এমনি করেই রচে যাওয়া,
        নিত্যকালের ধারাপাত
আগামীকে দায়িত্ব ত্যাগ
        -নববর্ষের নবপ্রভাত।
=======০০০========









দীনেশ সাউ

জুজারসাহা, পাঁচলা, হাওড়া।
                                 


No comments:

Post a Comment