Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

তনুশ্রী পাল


স্বপ্নের উজ্জীবন                        

এখনও স্বপ্ন দেখি ? এখনও স্বপ্ন দেখি! আসলে কি এক বৈপরীত্যের টানাপোড়েন চলছে মনের মধ্যে! একি জীবনের পাঠ নিতে নিতে, যাপনের পর্বান্তরের মধ্য দিয়ে যেতে যেতে থমকে যাওয়া? আবাল্যরচিত গৃহীত বিশ্বাসের সবুজ মাঠে হঠাৎ কী অপরিচিত কুয়াশার ছায়া ঘনালো? নাকি কতিপয় মানুষের স্খলন এমন থমকে দেয় আমার সপ্তডিঙ্গা মধুকরের জায়মানতা? কিন্তু,তা কেন হতে দেওয়া?
যুগে যুগে কালে কালে পৃথিবী দেখেনি কী অজস্র সূর্য গ্রহণ? থমকে থেমে গেছে কী তার গতি, তার দিনরাতের নির্দিষ্ট কক্ষপথ পরিভ্রমণ? নিধন যজ্ঞের শেষে আজও চেরি ফুল ফোটে সেই সূর্যোদয়ের দেশে!
কেন আসে দৃশ্যান্তরের মধ্য দিয়ে এ বিশ্বের অপরূপ ঋতু পরিক্রমণ? কেন হাসে শুক্লপক্ষের চাঁদ? নীলাম্বরি আকাশে সাদা মেঘের সঞ্চরণ আর মাটির বুকে ছলাত ছল ঢে কেন এমন টানে? কেন শত শত বছর ধরে মাটির বুকে ফসলের বন্যা আনেন কৃষক, কেন তাঁরা মায়ের মতো নিজস্ব শ্রম ও ঘামের বিনিময়ে খাবার যোগার করেন লক্ষ মানুষের?
আসলে অকথিত কি এক ভালোবাসায় আমরা জড়িয়ে আছি পরস্পর। এ জগত এ জীবন প্রতিনিয়ত ভালোবাসতেই শেখায় নীরবে। তাই এত ফুল ফোটে ,পাখি গায়। নর্তকের পায়ে বেজে ওঠে অপূর্ব ঘুঙুর। পদ্মের বুকে দোলে শিশির বিন্দু। শরদে, সেতারে বেজে ওঠে ধুন। গায়কের কণ্ঠে অনুরণিত সুর আমাদের বুকে ঢেউ তোলে। কীর্তনের আসরে শ্রোতার চোখ ভেসে যায় মায়ায়, প্রেমে।কবি, লেখক অক্ষরের চাষে মগ্ন হ'ন!পরিব্রাজক বেরিয়ে পড়েন চার দেওয়ালের মায়া ছেড়ে মাটি মায়ের অপরূপ মুখখানি দেখবার জন্যে।শিল্পীর অতন্দ্র তুলি জীবনের সব রঙ রূপ রেখায় সাজিয়ে তুলতে চায় ক্যানভাস।সীমান্তপ্রহরী সে তরুণ মাটি-মাকে ভালোবেসেই বরফ শীতল পাহাড়চূড়ায়, দগ্ধ মরুপ্রান্তরে অতন্দ্র প্রহরায়! হ্যাঁ ভালোবাসাই মন্ত্র, সে মন্ত্রই জাগিয়ে রাখে আমাদের মানবিকতার মহামূল্যবান বোধ। সেই অনাদি অনন্ত বৃক্ষ যা ছায়া আর মায়ায় জড়িয়ে রাখবে, শেখাবে উজ্জীবনের মন্ত্র বারংবার। ফিনিক্সের মতোই সমস্ত মানবতা বিরুদ্ধ গ্লানিময় ছাই ঝেড়ে ফেলে উড়ে আসবো, ভালোবাসবো আর প্রিয়তম এ গ্রহের বাগানে ফুটে উঠবে অজস্র ফুলের হাসি। উত্তরপুরুষের জন্যে সাজিয়ে রেখে যাবো অনন্ত প্রেমময় মাটির সংলাপ।  
------------------------------------------------------------

তনুশ্রী পাল।

জলপাইগুড়ি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল