মিতালি রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

মিতালি রায়

 স্বপ্ন সন্ধানী


 মেঘপাহাড়ের পথের বাঁকে দাঁড়িয়ে ছিল সে
 আসমানি নীল দূর আকাশে লুকিয়ে ছিল যে
 শঙ্খচিলের ডানায় ভেসে মনকে পাগল করে
 নিশিথ রাতের কাব্যরূপে জ্যোৎস্না হয়েই ঝরে
                    কিন্তু
 সবুজ পাহাড়, পথের বাঁক, কবির মনের কল্পনা
 টিনের দেয়াল, খড়ের ছাদ, আর সামনে ভাঙা আয়না
 বহুরূপীর ওই কাজল চোখে  স্বপন কি আর সাজে
 রোজ দুবেলাই নকল বেশে ক্ষুধার অন্ন খোঁজে
                      তবুও
শালের বনের গন্ধে ভরা মেঠো পথের ধারে
স্বপ্ন যে সব লুকিয়ে থাকে, এড়িয়ে যাবি কারে ?
খিদের মাঝেই বাঁচার মানে  সেই তো খুঁজে দেয়
তাই তো ছিনাথ নতুন রঙে আবার সেজে নেয়।
    =====০০০=====

মিতালি রায়
ব্লক-এ. এল, সল্টলেক,  কলকাতা

 

No comments:

Post a Comment