অমিত পাটোয়ারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

অমিত পাটোয়ারী

  বাগবিতন্ডা নিপাত যাক


সময় তো নয় পলাশ ধোয়া হাস্যমুখর রাত্রিদিন
মত প্রকা‌শের ইচ্ছেটুকু আর কিছুদিন বন্ধ থাক
চিহ্ন নিয়ে শি‌ল্প করা মানুষ গুলো অর্বাচীন
ঝড় ওঠবার পূর্বাভাসেই বাগবিতন্ডা নিপাত যাক

খামার থেকে এগিয়ে আসা বক্তারা খুব সহজ নয়
ফাগুন মাসে অন্যরকম পলাশ ফু্লে পুড়ে খাক
খবর পড়ে সমাজ দেখা সকাল বলছে অবক্ষয়
ঝড় ওঠবার পূর্বাভাসেই বাগবিতন্ডা নিপাত যাক

কাস্তে নিয়ে মেঘের কাছে রাত্রিজাগা ঘুম আসর
স্লোগান শেষে ক্লান্তি এলে না হয় কিছু কাব্যে পাক
যেতে হবে প্রভাতফেরি ট্রেন আসলেই ব্যস্ত ভোর
ঝড় ওঠবার পূর্বাভাসেই বাগবিতন্ডা নিপাত যাক

ঝড় ওঠবার পূর্বাভাসেই বাগবিতন্ডা নিপাত যাক
 +++++++++++++++++++++++++++














কলমে : অমিত পাটোয়ারী 

1 comment: