সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সোমনাথ বেনিয়া


স্বপ্নরেখা 


মৃত সন্তান, যে মৃত সে অন্যকে জাগাবে কীভাবে
পুড়ে ছাই হয়ে নদীতে ভেসে যাওয়া নিয়মের স্বভাবে
যা-কিছু লেখা হয় স্বপ্নের রেখা ধরে একদম শেষে
ফুরিয়ে যায় হাততালি অক্ষরের গলি ঘুরে যতিচিহ্নে এসে
কী পেলে, কী-বা না! এই প্রশ্নের পাহাড়ে উঠে কতটা হতাশ
আছে সুর, আছে গান, যদি ধরতে না পারে হৃদয়ের শ্বাস
বিশ্বাস করো, প্রতিবার বলে যায়; শক্তির কাছে মাথা নত
সব কিছু ফেলে দিতে চায় অবিশ্বাসে আমার ক্ষত
বাতাস রঙিন হয় প্রতিদিন প্রজাপতির রঙ তুমুল মেখে
প্রহেলিকাময় কোরো না আয়ু জীবনকে মায়ায় বাজি রেখে
ফোয়ারা উথলে উঠে বাতাসের শীর্ষ ছুঁয়ে মাটির ডাক শোনে
অক্ষরভাবনা গুটিয়ে আছে অপঠিত ইয়ের জটিল স্পাইনে
আজ শুধু আলো জ্বেলে রাখি, বিষণ্ণ যাক দূর, বহুদূর
একলাফে যতটা আকাশ আমার, ততটা আনন্দ, উচ্ছ্বাস ভরপুর
************************************









সোমনাথ বেনিয়া
বিরাটী, কলকাতা 

No comments:

Post a Comment