উজ্জ্বল ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

উজ্জ্বল ঘোষ

   ।। ডাক্তার ।। 

                             ১
                         
গাছে উঠে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন ব'লে
তাঁর নাম হয়েছে ক্ষ্যাপা ডাক্তার।
আমি তাঁর পেশেন্ট। মাইগ্রেন।
একদিন বললেন : গাছেদের দুশ্চিন্তা কি আপনার থেকে কম ?
তাহলে গাছের গায়ে মাথায় কেউ হাত বুলিয়ে দেন না কেন ?
এখন আমার মাথাব্যথা অনেকটা কম... 

                    
                           
শরীর খারাপের খবর পেয়ে ক্ষ্যাপা ডাক্তারবাবুর বাড়ি গেলাম
দরজা ঠেলে ঘরে ঢুকলাম
নাকি অরণ্যে!
দেওয়াল জুড়ে গাছের ছবি আঁকা
শাখাপ্রশাখায় হাতধরাধরি করে দাঁড়িয়ে আছে
গাছবন্ধন
মধ্যিখানে তিনি বিছানা পেতেছেন
শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন ব'লে...
------------------------------
----------------------------------














উজ্জ্বল ঘোষ।
পূর্ব বর্ধমান।

No comments:

Post a Comment