পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

লোকসংস্কৃতি

ছবি
প্রধান মেনু খুলুন অনুসন্ধান সম্পাদনা নজর রাখুন লোকসংস্কৃতি লোকসংস্কৃতি লোকসম্প্রদায়ের ধর্মীয় ও  বিশ্বাস ও আচার-আচরণ, জীবন-যাপন প্রণালী, চিত্তবিনোদনের উপায় ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতি। এটা সম্পূর্ণই তাদের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা এই সংস্কৃতি তাদের প্রকৃত পরিচয় বহন করে। কোনো দেশের জাতীয় সংস্কৃতির ধারা প্রধানত দুটি: নগরসংস্কৃতি ও লোকসংস্কৃতি। ভ্যাটিক্যান সিটি একটি নগররাষ্ট্র, তাই ভ্যাটিক্যানবাসীর সংস্কৃতি একটাই নগরসংস্কৃতি। কিন্তু বাংলাদেশের সংস্কৃতির ধারা তিনটি: নগরসংস্কৃতি, গ্রামসংস্কৃতি ও উপজাতীয় সংস্কৃতি। বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। গ্রামের বিশাল জনগোষ্ঠী নিজস্ব জীবনপ্রণালীর মাধ্যমে শতকের পর শতক ধরে যে বহুমুখী ও বিচিত্রধর্মী সংস্কৃতি গড়ে তুলেছে, তা-ই বাংলার  লোকসংস্কৃতি  নামে অভিহিত। নগরের স্বল্প পরিসরে ঘন বসতিপূর্ণ জনগোষ্ঠীর শিক্ষাদীক্ষা, ব্যবসায়, বৃত্তি, পোশাক-পরিচ্ছদ, আহার-বিহার, আনন্দোৎসব, যাতায়াত ও উৎপাদন পদ্ধতির সংমিশ্রণে নগরসংস্কৃতি গড়ে ওঠে। এ সংস্কৃতি সূক্ষ্ম, জটিল, বৈচিত্র্যময়, গতিশীল ও জাঁকজমকপূর্ণ। গ্রহণ-বর্জনের মাধ্যমে নগরসংস্কৃতি

লেখক-সূচি ও সম্পাদকীয়

ছবি
নবপ্রভাত মাসিক ব্লগ-ম্যাগ জ্যৈষ্ঠ ১৪২৫ # মে ২০১৮ মে মাসে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধায় বিশেষ সংখ্যা বিষয়ঃ 'সভ্যতার পিলসুজ' **সূচিপত্র** কবিতাগুচ্ছঃ তৈমুর খান    বিপ্লব গঙ্গোপাধ্যায় প্রিয়দর্শী চক্রবর্তী   কোয়েলী ঘোষ    দেবাশিস মোহন মুখোপাধ্যায়    সবর্না চট্টোপাধ্যায়    বসন্ত কুমার প্রামানিক     সায়ন মোহন্ত    মোনালিসা মণ্ডল    তমোঘ্ন নস্কর    সোমের কৌমুদী    পিনাকী বসু    সুমনজিৎ চ্যাটার্জি    মিঠু নাথ কর্মকার    পল্লব দাস    পবিত্র দাস    রাজশ্রী ব্যানার্জী    অরিন্দম দাস    তপন কুমার মাজি    সোনালি মণ্ডল আইচ    সীমা দে    বিশ্বজিৎ লায়েক    সৌমিত্র মজুমদার    মনোজিত দত্ত    অমৃতা বিশ্বাস সরকার    সুতপা পুততুণ্ড    তন্ময় পাল    অমিত পাটোয়ারী    সোমনাথ বেনিয়া     প্রশান্ত কুমার ঘোষ    স্বপ্ননীল রুদ্র    জীবন কৃষ্ণ দে     অশেষ কমল গোস্বামী    প্রণব কুমার চক্রবর্তী    শান্তা কর রায়    সম্পা পাল       সঞ্জয় কুমার মুখোপাধ্যায়    আমিরুল ইসলাম    প্রশান্ত সেন    নকুল সামন্ত    রাণা চ্যাটার্জী    র