গৌতম কুমার রায়ের ভাবনা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

গৌতম কুমার রায়ের ভাবনা

আজকের কৃষক



আজ কাল খবরের কাগজের পাতা ওল্টালেই বা টিভির চ্যানেল ঘোরালেই দেখা যায়
ভারতবর্ষের কোনো না কোনো গ‍্রামে কৃষক আত্মহত্যা করেছে। আবার কোথাও মাঠ কে মাঠ
ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি, আমরা কি কখনো ভেবে দেখেছি? কারণ আজ
রাজনৈতিক বা সামাজিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, কৃষক তার ফসলের
ন‍্যয‍্য মূল্য পাচ্ছে না। কৃষকের কষ্টার্জিত ফসল বাজারজাত হওয়ার আগে কত জনের
হাত ঘুরে যে বাজারে পৌঁছায়, তার হিসাব নেই। এই ফোরেদের জন্যই কৃষক ফসলের
ন‍্যয‍্য মূল্য পায় না। চড়া সুদে ঋণ নিয়ে কৃষক তার টাকা নির্দিষ্ট সময়ে
শোধ করতে পারছে না। এইসব কারণে কৃষক পরিবারের উত্তরসুরিরা আর চাষবাসের দিকে
যেতে চাইছে না। ওরাও এখন চাষবাসের বদলে চাকরি বাকরির দিকে ঝুঁকছে। কিন্তু এমন
একদিন ছিল যেদিন ভারতবর্ষে সবুজ বিপ্লব ঘটেছিল। চাষবাসের দিকে নজর দিতে হবে।
নাহলে এমন দিন আসছে, যে দিন চীনের প্লাস্টিকের চাল খেতে হবে। সরকারের এ
ব্যাপারে উপযুক্ত নজর দেওয়া উচিৎ।
==========০০০০==========







গৌতম কুমার রায়
নিশ্চিন্দা, বালী, হাওড়া

No comments:

Post a Comment