জীবন কৃষ্ণ দে র কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

জীবন কৃষ্ণ দে র কবিতা

"দুটি লাশ"

################


লাশ কাটা ঘরে পড়ে আছে পাশাপাশি
দু'দিন থেকে দুটি লাশ--
ছুরিতে ফলা ফলা আবক্ষনাভি,
নীল পাকস্থলী, বিষময়!
মরেও চেয়ে আছে মেয়েটির দিকে...
পিতার হৃদয়!

ঝুপরিতে মরা ওই লাশের প্রশ্ন হাজার...

বাপ কাজ করত যে কারখানায়
দলাদলি, জবরদখলের খাওয়াখাওয়িতে
ঝাঁপ বন্ধ, মালিক প্রবাসী।
ধর্মঘটের তালা ঝুললো মেয়ের পেটে...

তিন মাস অতিক্রান্ত...
চিন্তায় চিন্তায় বাপের হাতে মদের বোতল।
অগত্যা দাসী হল সপ্তদশি,
মাধ্যমিকের প্রথমশ্রেণী বাক্সে বন্দী!

কিন্তু বাবুর ছেলে যখন কামট চোখে
দিল কলঙ্কের দাগ...কলঙ্কিনী,
দায়ী হল নিটোল শরীরের ভাঁজ!

কাজহারা বাপ-বেটি...
অাধপেটা-উপোসি দিন কাটে না আর!

কার সে দোষ?
ভাগ্যের, বাপের না মেয়ের;
না কি ক্ষমতার কিংবা লালসার?

মজুর, যে দিয়েছিল শরীরের ঘাম,
বিনিময়ে চেয়েছিল একটু সুখ,
দোমড়ানো-মোচড়ানো জীবনের বাঁকে
কী পেল বাপ-বেটি?

অভাবের অাত্মহত্যা নাকি অবহেলার হত্যা?

     ***********







জীবন কৃষ্ণ দে
ভাকুড়ী (নেতাজিপল্লি),চালতিয়া
বহরমপুর, মুর্শিদাবাদ

No comments:

Post a Comment