সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের কবিতা

**সভ‍্যতা ওদের ডাকে**


মানুষগুলো অতি সাধারণ জীবনে,
রোজ জীবনে করছে লড়াই আমরণ।
সভ‍্যতার ইতিহাসে ওরা শুধু কাজ করে,
নামহীন পরিচয়হীন থেকে....
চিরকাল মেতে সৃষ্টির নির্মাণে।
সৃষ্টির শেষে দেখে বেনামে বসে,
জ্বালিয়েছে দীপ---
আগামী প্রজন্মের কাছে।
সভ‍্যতার পিলসুজ ওরা
সৃষ্টির দেখেছে ভাঙা গড়া...
মানব ইতিহাসে প্রত‍্যহ অধরা স্বপ্ন ধরা।
অসাধারণ অপ্রতিরোধ্য ভালোবাসা,
ওদের ভালোবাসা গুলো নিখাদ সোনা।
রোজ রাতে শ্রমের শেষে..
মর্যাদাহীন দিনের অবকাশে,
স্মৃতির নদীগুলো এলোমেলো জীবনে-
ওরা জানে ওরা শুধুই শ্রমদানে বেঁচে।
কাজের অধিকার রক্ষার বিপ্লবে..
ওরা এনেছে কাজের সময় বেঁধে,
দাসত্ব প্রথার বিরুদ্ধে একজোটে।
--------০০০--------












সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
 কলকাতা

No comments:

Post a Comment