মোনালিসা মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

মোনালিসা মণ্ডলের কবিতা

*আমি*


আমি দুর্বল, আমি নিঃস্ব,
আমি অবহেলিত, লাঞ্ছিত, চিরবঞ্চিত,
আমি ধরিত্রীর বুকে জন্মানো পীড়িত জাতি;
অহংকারহীন, সবুজ ঘাসের পদযুগল মাত্র।
আমি সভ্যতায় কুলীনের চরণস্থল,
আমারি কষ্টে রচিত তব
গগনচুম্বী অট্টালিকায় কলতান।
আমি চন্ডাল, দুর্বলতর।

আমি শ্রমিক,
কামারের হাপর তলের পুড়ন্তু লোহার বাট;
আমি তোমার ঘরের চাকর-চাকরাণী -----
নর্দমার মেথরশালা ,
আমি অস্পৃশ্য-অশুচি, আমার কারণেই
রুচি আছে তোমাদের গৃহবাসে;
নীলকণ্ঠ যেমন করেছে নির্বিষ বিশ্ব কে।

আমি মাটির বুক চিরে, বুকের রক্ত ঢেলে
ফলায় সোনার ধান,
ফলন শেষে সবই নিয়ে যাও,
অনাহারে থাকে মোর সন্তান।
তুমি বাবু, তুমি জ্ঞানী, তুমি সর্বময়,
তোমার আগ্রাসী করাল ছায়ায়
আমি জীর্ণ, ক্লিষ্ট, আমি নিরুপায়।

স্বাধীন দেশে থেকেও পাই না স্বাধীনতার স্বাধীনতা,
দেশের নেতা হয়েও করছো হরণ মায়ের শালীনতা।
========000========








 মোনালিসা মণ্ডল





 

No comments:

Post a Comment