অনামিকা দত্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অনামিকা দত্তর কবিতা

 আমরা শ্রমিক


আমরাই প্রথম আদিম যুগে
আগুন জ্বালিয়ে ছিলাম,
আমরাই প্রথম সিন্দুতীরে
নগর গড়েছিলাম।
আমরাই প্রথম নদী মাঝে 
বাঁধ করি নির্মাণ,
ইতিহাস তবু করে কেন শুধু
ধনের জয়গান?
তাজমহলের কোনোখানে কি
তাঁর হাতের ছোঁয়াও আছে?
তবু অতীতের পাতায় পাতায়,
তাঁরই নাম লেখা আছে।
আমরা শ্রমিক বেগার খাটি
নামের আশা করিনা,
দুবেলা দুমুটো ভাতের বদলে
আর কোনো কিছু ভাবিনা।
         ♣♣♣♣♣♣
















অনামিকা দত্ত
ইছাপুর মাঝের পাড়া হাওড়া -৭১১১০৪

1 comment: