স্বপ্ননীল রুদ্রর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

স্বপ্ননীল রুদ্রর কবিতা

বৃক্ষদূত

_________________________


সমস্ত টবে এখন ফুলের সুদীর্ঘ উপন্যাস
শিকড়ে শিকড়ে সুসংবদ্ধ বাক্যবিন্যাসের রস
নাগরদোলার মতো অস্থির ঘূর্ণন সঙ্গে নিয়ে
গাছ গাছে প্রদক্ষিণে পরখ করে ফুলের যশ

সমস্ত টবে এখন কলুষ-নিবারক পঠন
স্নিগ্ধতার শব্দবন্ধ, নিবিড় সমাসবদ্ধ পদ---
উন্মুক্ত গ্রন্থাগারের মতো অবাধ প্রবেশ হয়ে
রসের নিরক্ষরতা ত্বরিত করে দিয়েছে রদ

সমস্ত টবে এখনও মাটির ভেতরে শ্বাস নেয়
টবওয়ালার সস্তায় খরচা করা নিনাদিত হাঁক,
শুকিয়ে যায়নি তার রক্ত জলকরা ঘামের ফোঁটা
মূল বেয়ে উঠে তারা ফুলে ফুলে লাগিয়েছে তাক

ঠেলাগাড়িতে লাদাই হয় গাছ-ধারনের সারি,
সারি সারি শ্রমের সজ্জায় বিমূর্ত সবুজ ফাগ---
বহুদিন আসে না পাড়ায় টববাহী বৃক্ষদূত
সময় তাকে করাতে কেটেছে কি ভুলে অনুরাগ?
_________________________________











স্বপ্ননীল রুদ্র
"কল্পসুগন্ধী "
হাকিমপাড়া
ডাক ও জেলা: জলপাইগুড়ি
_________________________________

No comments:

Post a Comment