অভিজিৎ মান্নার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অভিজিৎ মান্নার কবিতা

  

   সংগ্রাম

    -------------

   সমস্ত শরীরে
জেগে আছে ঘাম
  আকাশের নিচে
জীবন সংগ্রাম ।
হাঁ হয়ে আছে ক্ষুন্নিবৃত্তি
একদিন খেলে যাবে ভোর
আশায় আশায় ফুলে ওঠে শিরা
দেখছে নিশ্চয় বন্ধ দোর ।
এত আঁধার উড়ে যাবে চাল দিয়ে ।
হয়তো কাষ্ঠ দেহে
লেখা হবে আরাম নামা
ততদিন মেখে যাও ধুলো মাটি
সঙ্গে ঐ  ময়লা জামা ।
------------------------------------
     
                                   




 অভিজিৎ মান্না
 দক্ষিন রবীন্দ্রপল্লী
 আরামবাগ
 হুগলি

No comments:

Post a Comment