অমিত পালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অমিত পালের কবিতা

স্বপ্নহারা


ওহে ব্রটেনীয় যুবক, একটি বার শোনো, তাকাও আমার দিকে

দূরে ঐ নীলগিরি পর্বতের নীচে দেখো কফি বাগিচা,

ওখানেই জন্ম নেয় তোমাদের আদরের কফি।

এ যুগের ক্রীতদাসদল, ফলায় তোমাদের আরামের পানীয়।

গাছের প্রতিটি ফল বুকের প্রতি বিন্দু রক্ত যেন,

জমাট বেঁধে ঝোলে পাতার ফাঁকে।

মিথ্যে নয়, সত্যি বলছি, বিশ্বাস কর আমার কথা..।

সেই ফল ভেজে তারপর গুড়িয়ে তোলে জাহাজে।

তুতিকোরিনের মনোরম হাওয়াতেও

কাঁপতে থাকে রক্তহীন দেহ।

কফির গুমোট গন্ধ ভ'রে বাঁশি বাজে

বিদেশের পথে পারি দেওয়ার।

ফ্যাকাসে হাড়ওয়ালা মুখগুলো ঝিমোয়

পথের মৃতপ্রয় কুকুরের মত

অশ্রুহীন শতশত চোখ বিষন্নতায় ভরপুর

হারিয়ে যায় স্বপ্ন অসীম অতলে।

শুনছো তো আমার কথা যুবক, ঘুমিয়ে পরোনি তো তুমি?

____________________________________________













অমিত পাল
দেবীনগর, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
___________________________________________

No comments:

Post a Comment