উজ্জ্বল ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

উজ্জ্বল ঘোষের কবিতা

।।  সরস্বতীর ভাঁড়  ।।

সেদিন আমার সাদা পাতায় ভীষণ রোদ
চৈত্রহাওয়া নরম রেখেছে তাকে
তবু তো ফেরিওয়ালা ক্লান্ত হয়
টেপাকলে হাত-মুখ ভিজিয়ে নিয়ে বসে গাছের ছায়ায়
গুনে নেয় একবেলার খুচরো রোজকার
কপালে ঠেকায় মা লক্ষ্মীর থলি
মনে পড়ে যায় বাপের কথা
মদ... নয়ছয়... ধ্বংস জীবন
ক্লাস এইট জ্বালাল বাপের আর পড়াশোনার চিতা
সেই থেকেই লক্ষ্মীর ভাঁড় ফেরি করে বেড়ায়
জমানো দরকার যে বড়...
এখন নিজেই তৈরি করে মাটির ভাঁড়
বৌ নক্সা তোলে তাতে
ছেলে মাধ্যমিক দেবে এবার, অনেক স্বপ্ন
অপূর্ণতা তো সাময়িক, কিছুই অপূরণীয় নয়
যেদিন ছেলে জিজ্ঞেস করেছিল--সরস্বতীর ভাঁড় হয় কিনা
সেদিনই বুঝে গিয়েছিল সে কথা.....
"জয় শ্রী রাম" চিৎকারে চমকে উঠল
দূরে কালো কালো মাথা আর উদ্যত তলোয়ার
দু'পক্ষই রামের
রাম কোন পক্ষের?
নিহতের না হত্যাকারীর?
ভাবতে ভাবতেই ছিন্ন একটা মুণ্ডু
ফেরিওয়ালা তখন ঈশান কোণে মেঘ
ফেরিওয়ালা তখন অকালবৈশাখী
কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে হাতে তুলে নেয় কাটা মুণ্ডুটা
ছেলের মুখ মনে পড়ে
অস্ফুটে বলে ওঠে--
হয় হয় সরস্বতীর ভাঁড় হয় ! 

--------------000--------------











       ---উজ্জ্বল ঘোষ, বর্ধমান

No comments:

Post a Comment