Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মনোজিত দত্তর অণুগল্প ও কবিতা

এর পরও ...                  (অনুগল্প)



আজ সারাদিন রুজি-রুজগার খুব খারাপ। সেই সকাল থেকে দোকান খুলে বসে আছে।
শুধু দু-জনের দাড়ি কামিয়ে কুড়ি টাকা ড্রয়ারে ঢুকেছে। এই যা ...। এদিকে আজ
সকালেই বৌ-বাচ্চা বলে দিয়েছে - সন্ধ্যায় আনন্দমেলায় বেড়াতে যাবে। দুপুরে
আশপাশের সবাই দোকান বন্ধ করার পরেও রামবিলাস তার সেলুন খুলে বসে আছে ...
যদি কেঊ আসে।


অবশেষে বেলা তিনটায় প্রায় খালিহাতেই যখন দরজায় তালা দিতে যাবে ... এমনি
সময় বাজারের একজন বড় মহাজন এলেন। খুব যত্ন-আত্মি করে রামবিলাস মহাজনের
চুল-দাড়ি কেটে একটানা অনেকক্ষণ ঘাড়-মাথা-শরীর ম্যাসেজ করে দেয়। এই মহাজন
এই সেলুনে এই প্রথম। রামবিলাস সাধ্যমতো চেষ্টা করেছে - মহাজনের মন ভরিয়ে
দিতে ...। যাবার সময় মহাজন বলে গেলেন - সন্ধ্যায় তার গদী থেকে টাকা নিয়ে
আসতে।


সন্ধ্যায় রামবিলাস খুশী খুশী মনে মহাজনের গদীতে গেলে মহাজন পনের টাকা বের
করে দেন। রামবিলাসেরতো চোখ ছানাবড়া। ... একি বাবু! এই কাজেতো অন্যরা
কমপক্ষে আশি টাকা দেবে!
মহাজন তাচ্ছিল্যে বল্‌লেন - ধর্‌ ধর্‌ এ...ই বেশী। অনেক পীড়াপিড়িতেও যখন
মহাজন এক টাকাও বাড়াতে রাজী নন, রামবিলাস বল্‌লে ... বাবু আপনি এই পনের
টাকা রেখে দিন, আমাকে দুটো ধুপকাঠি দিন ...


মহাজনতো অবাক! ... কেন?
বাবু, আমার ... আমার বৌ-এর ... আমার বাচ্চার হাপিত্যেশ ... দীর্ঘশ্বাস
... অভিমানে ... আপনার যাতে কোন ক্ষতি না হয়, সন্ধ্যায় এই ধুপকাঠি দুটি
জ্বালিয়ে সন্ধ্যাবাতি দেব। তাই ...
==========০০০০=========



সুখ-স্বপ্নের গল্প                  (কবিতা)

.................................


যদি -
সব সত্য আছড়ে পড়ে একদিন
ঘর-কোণের স্যাঁতসেতে সত্য
স্বপ্ন চুইয়ে আসা রক্তাক্ত সত্য
রক্ত জল করা নির্জলা সত্য
নারীর আঁচল নিংড়ানো সত্য
পুরুষ-চোখের সত্য
ধাতব সভ্যতার সত্য ...

সেদিন – সুনামী
জলস্রোত সমুদ্র ভাঙবে
সেদিন –টর্নেডো
অট্টহাসি অট্টালিকা ভাঙবে
সেদিন – তাপপ্রবাহ
পারদ থার্মোমিটার ভাঙবে
সেদিন – ভূমিকম্প
মাটি রিকটার স্কেল ভাঙবে

বরং সে-ই ভালো
সূর্যাস্তের গল্পটাই ভালো
সত্য খুঁজতে গেলে
পৃথিবীকে সূর্যাস্তের দায় নিতে হবে
বরং সব ছেড়ে চলো - মুড়িচানাচুর খাই
প্যায়ারসে 'হিন্দুস্থা হামারা' গান গাই।

চলো - একটা কাজ করি - বড় কাজ
সর্বশিক্ষায় যারা অ আ ক খ শিখলো
তাদেরকে অন্তঃত সযত্নে সংযুক্তাক্ষরে
'স্বাধীনতা' বানানটা শিখিয়ে যাই ।

আমার মুড়িমাসি শীতের নক্সীকাঁথায়
'স্বাধীনতা' সেলাই করবে তেরঙা সুতোয়
ঘরে নাতি-নাতনি দুজন
ছেলের ঘরে ঝুলছে ... হাম দো - হামারা দো
তবুও ছেলে মনে করে -
ফোকলা দাঁতে এরাও জনবিস্ফোরণ
তবে পাড়ার দাদা বলেছে -
তোর মেয়েটা বড় হলে কল্পনা চাওলা হবে

প্রচন্ড শীতে বাঁশের মাচায়
ওরা দু'জন দলা পাকাতে পাকাতে টানাটানি করে
মুড়িমাসির নক্সীকাঁথার স্বাধীনতা
পাশে দাঁড়িয়ে মুড়িমাসি মুচকি হাসে

বরং সে-ই ভালো
স্বাধীনতার গল্পটাই ভালো
তোলা থাক মুড়িমাসির মিষ্টি-মুচকি হাসি
সত্য খুঁজতে গেলে
সেও বিলীন হবে স্বাধীনতার গায়ে

সেই ভালো - বরং সে-ই ভালো
সূর্যের গায়ে পৃথিবীর গল্প
নক্সীকাঁথায় স্বাধীনতার গল্প
কল্পনা চাওলার নামে নারীর অগ্রগতির গল্প

আর, চাঁদের গায়ে -
আমাদের সব সুখ-স্বপ্নের গল্প।
========০০০=========















মনোজিত দত্ত, খোয়াই, ত্রিপুরা।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল