অমিত পাটোয়ারীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অমিত পাটোয়ারীর কবিতা

জল হাওয়ার দেশ



আমরা আগুন দেখেছি জল হাওয়ার দেশে
হাতুড়িও দেখেছি দীর্ঘদিন।
হাতুড়ি ! যে লৌহখন্ড অন্নের যোগান দিয়ে এসেছে
মানুষের মাথা থেকে নদীধারা
নিঃসৃত করতেও হাত কাঁপেনি যার।
আমরা মিছিল দেখেছি বজ্রমুষ্ঠিতে
কৃষ্ণবর্ণ মেঘেতে টানটান
দেখেছি বনগাঁ থেকে বহরমপুর
হোমরুল থেকে হো চি মিন
নাসিক থেকে নকশালবাড়ি
দেখেছি মহত্মা থেকে মায়ানমার।
আমরা অনশনক্লিষ্ট দেশনেতার মূর্তি দেখে
ফেটে পড়েছি ক্ষোভে ,
প্রতিবাদে মাতিয়েছি আকাশগঙ্গা !
শুধু ক্যামেরা হারিয়ে গেছে বলে
ভুলে গেছি , চব্বিশ পরগণার এক পৌঢ় দম্পতি
জ্যোৎস্নার উঠোনে বসে
একটাই রুটি ভাগ করে রাত কাটাতেন।
একে অপরের দিকে চেয়ে দেখতেন
সমগ্র পৃথিবী , আর
তাদের গলা দিয়ে নামতো
এক একটি কৃষ্ণপক্ষের চাঁদ।
-------000-------










অমিত পাটোয়ারী
৯, শান্তিপার্ক , আটঘড়া , কোল :১৫২

No comments:

Post a Comment