দিব্যেন্দু শেখর দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

দিব্যেন্দু শেখর দাসের কবিতা

সাক্ষী



উষা গোধূলীর লুকোচুরিতে কাঠের মিল,ধানের ক্ষেত
কারখানা জুড়ে অসংখ্য ছেলেবেলা হারায় প্রান
সময়ের বহমানতায় নতুন হয়ে যায় পুরনো
ঋণ স্বীকার করে না কেউ ক্যালেন্ডারে শুধু পাতা উল্টে যায়।
লাল কালিতে পয়লা মে প্রাচীন,ঐতিহ্যময়, অসামান্য
শ্রমিক দিবসের ডাক দেয়,হয়ত তোমরা আমরা শ্রমিক তাই রিমাইন্ডার দেয়।
শুরু হয় আগ্রাসন নীতি চারিদিকে দখলদারী
মাইকে শুধু বাতেলা ভাষন আমরা মেহনতি মানুষদের জন্যই।
যুগ থেকে যুগান্তর হাসি আর কান্না,
সুখ চাই না ওটা বিলাসিতা এটুকুই তো আমাদের সম্বল
ভাঙা গড়ার খেলায় কেউ ভাবেনি, কেউ কথা রাখেনি আছে চন্দ্র সূর্য সাক্ষী
মন্দির,মসজিদ অটুট রয় গরীব আরো গরীব
লোভাতুর চোখ গুটি সাজায় চাষার ছেলে যেন হয় চাষী।
  =========০০০========


 

    








      Dibyendu Sekhar Das
     Sashibhushan dey street,
     kolkata-700012

No comments:

Post a Comment