পবিত্র দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 15, 2018

পবিত্র দাসের কবিতা

অবতরনিকা

"""""""""


উৎকর্ষতার রাঙতা মোড়া
তোদের জীবন ভাই,
বিলাসিতার সকল রসদ
আমরা জোগাই তাই।



ঠাণ্ডা ঘরে ঘুমাস তোরা
আমরা জাগি রাত,
তোদের স্বাদের বাসমতি চাল
তাতেও মোদের হাত।



তোদের বোঝা আমরা বহি
ফেলে মাথার ঘাম,
বিনিময়ে তোরা মোদের
কতই বা দিস দাম?



তোদের শখের বাষ্প-শকট
মোদের শ্রমের ফল,
তাতেই মোরা পিষে মরি
সত্যি কি না বল?



তোদের সেবায় আমরা যে হই
মুটে-কুলি ভাই,
তোদের জোটে বিশাল প্রাসাদ
মোদের ভাগ্যে নাই!



বিসমতার তীব্র জ্বালায়
দগ্ধ মোদের জান
সমাজ চলে তোদের কথায়
আমরা ব্রাত্য প্রাণ!



তোরাই আবার মানবতার
মধুর কথা ক'স,
মোদের কাঁধে পা রেখেই তো
আকাশগামী হোস।



শোনরে তবে শোনরে তোরা
ডঙ্কা নিনাদ শোন,
এই অবিচার চলবে না আর
তোরা প্রমাদ গোন।



ভাগ্যের চাকা ঘুরছে এবে
মোদের হাতে রাশ,
সমতার গান গাইতে হবে
গড়তে ইতিহাস।
--------০০--------


পবিত্র দাস
চালতিয়াথানা:: বহরমপুর :: মুর্শিদাবাদ

No comments:

Post a Comment