Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

পিনাকী বসুর কবিতা

ওয়াচম্যান -----



আমি সিধু ওয়াচম্যান বাবু,
লোকে আমায় পাগল ওয়াচম্যান ও বলে বটেক,
কিন্তু খুদার কসম বাবুগো,
আমি পাগল লই |
রেতের বেলায় আমি খুঁজে বেড়াই,
বড় বড় থাবাওলা জন্তুগুলানকে,
যারা আমার বিটিটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলে,
তারপর এই এতো বড় শোহরে, বাবুদের ভিড়ে,
কোথায় মিইশে গেলো,
কেউ খুঁজে পেলে না|
এই সিদিনের কথা বাবুগো,
পেটভাতার চাষী আমি,
বিটিটার হাত ধরে
মিছিল করতে শহুরে এসেছিলাম,
মাথাপিছু দশ টাকা আর রুটির লোভে || -
হাজার হাজার লোকের ভিড়ে,
মানুষের জঙ্গলে,
সোমত্ত মেয়েটা আমার হাত ছিটকে,
কোথায় যে হাইরে গেলো,
গেলো তো গেলো -- আইর ফিরলো না |
ব্যাজ পড়া কত বাবুকে বইল্লাম,
"বাবুগো আমার বিটিটাকে দেখিছো?
বাবুগো আমার বিটিটাকে দেখিছো?"
সব্বাই জবাব দিতে লাড়লো
আমার অসময়ের বিটিটা,
এই আকালে হাইরে গেলো বাবুগো |
আমি কত খুঁজনু, কত কাঁদনু,
"রোশন রে, রোশন, রোশেনারা মা আমার"
কেউ সাড়াই দিলে না |
তা বাবু পুলিশবাবুরা,
আমার মেয়েকে ফিরিয়ে দিলে বটে,
পর দিন ভোরে--
ওর ল্যাংটো লাশটা,
যন্ত্রনায় নীল হইয়ে গ্যাছে,
চারিদিকে জমাট কালো রক্ত,
হাতটা তবু মিটিনের মতো করে,
উঁচুতে মুঠি পাকিয়ে,
যেন তখন ও বিড় বিড় কইরছে,
"এ লড়াই বাঁচার লড়াই"
কাগজের বাবুরা কত নিন্দে মন্দ করলো
নেতারা এলো, মন্ত্রীরা এলো
কত লোক কত কথা বললো,
তারপর সব্বাই এক সময় মেয়েটাকে আমার
ভুইলে গেলো-
আমি কিন্তু একবার ও কাঁদিনি বাবুগো,
আল্লার কসম বাবুগো,
আজ ইস্তক আমি শুধু খুঁইজ্ছি আর খুঁইজ্ছি,
আমার তো এখনো অলেক কাজ বাকি,
উয়াদের কলজের রক্তে,
আমার বিটির তর্পন হবে-বাবুমশাইরা,
রোজ রেতে ঘুমের মধ্যে,
বিটি আমার চিৎকার দিয়ে বলে,
"তুই উয়াদের ছাড়িস না বাপ
যারা তোর রোশনরে অকারণে খুন কৈরেছে,
যারা তোর ঘর ভাইংছে,
তুহারে কান্দাইছে, ঠকাইছে,
তাদের কারোরে তুই ক্ষমা করিস না বাপ,
তাদের তুই অন্ন যোগাস না রে বাপ,
সেই মাইনসগুলানরে তুই কোনোদিন
ভালোবাসিস নে রে বাপ |
সেই থেকে প্রতি রেতে,
বছরের পর বছর ধইরে,
আমি আলো আর লাঠি হাতে
ঘুইরে ঘুইরে বেড়াই বাবুগো |
সকলে ভয় পায়,
রাতগুলান ও আজ কাল
কেমন থম মেরে যায় |
বাবুগো আমি সিধু ওয়াচম্যান বটেক,
আন্ধারে আমার চোখ জ্বলতো বটেক,
কিন্তু এ পোড়া দুইচোখে আজকাল ঘুম লাগছে,
আমার ও সময় যে ফুইরে আসছে |
হায় খুদা
রোশনারা কি চিরকাল এইভাবে
বিনা বিচারে, বিনা প্রতিবাদে,
বিনা প্রতিশোধে হারিয়ে যাবে?
কিংবা-
মরেছে, মরছে, মরবে ?
**************************






PINAKI BOSE
21 A golap shastri Lane
kolata 700014

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত