Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

পিনাকী বসুর কবিতা

ওয়াচম্যান -----



আমি সিধু ওয়াচম্যান বাবু,
লোকে আমায় পাগল ওয়াচম্যান ও বলে বটেক,
কিন্তু খুদার কসম বাবুগো,
আমি পাগল লই |
রেতের বেলায় আমি খুঁজে বেড়াই,
বড় বড় থাবাওলা জন্তুগুলানকে,
যারা আমার বিটিটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলে,
তারপর এই এতো বড় শোহরে, বাবুদের ভিড়ে,
কোথায় মিইশে গেলো,
কেউ খুঁজে পেলে না|
এই সিদিনের কথা বাবুগো,
পেটভাতার চাষী আমি,
বিটিটার হাত ধরে
মিছিল করতে শহুরে এসেছিলাম,
মাথাপিছু দশ টাকা আর রুটির লোভে || -
হাজার হাজার লোকের ভিড়ে,
মানুষের জঙ্গলে,
সোমত্ত মেয়েটা আমার হাত ছিটকে,
কোথায় যে হাইরে গেলো,
গেলো তো গেলো -- আইর ফিরলো না |
ব্যাজ পড়া কত বাবুকে বইল্লাম,
"বাবুগো আমার বিটিটাকে দেখিছো?
বাবুগো আমার বিটিটাকে দেখিছো?"
সব্বাই জবাব দিতে লাড়লো
আমার অসময়ের বিটিটা,
এই আকালে হাইরে গেলো বাবুগো |
আমি কত খুঁজনু, কত কাঁদনু,
"রোশন রে, রোশন, রোশেনারা মা আমার"
কেউ সাড়াই দিলে না |
তা বাবু পুলিশবাবুরা,
আমার মেয়েকে ফিরিয়ে দিলে বটে,
পর দিন ভোরে--
ওর ল্যাংটো লাশটা,
যন্ত্রনায় নীল হইয়ে গ্যাছে,
চারিদিকে জমাট কালো রক্ত,
হাতটা তবু মিটিনের মতো করে,
উঁচুতে মুঠি পাকিয়ে,
যেন তখন ও বিড় বিড় কইরছে,
"এ লড়াই বাঁচার লড়াই"
কাগজের বাবুরা কত নিন্দে মন্দ করলো
নেতারা এলো, মন্ত্রীরা এলো
কত লোক কত কথা বললো,
তারপর সব্বাই এক সময় মেয়েটাকে আমার
ভুইলে গেলো-
আমি কিন্তু একবার ও কাঁদিনি বাবুগো,
আল্লার কসম বাবুগো,
আজ ইস্তক আমি শুধু খুঁইজ্ছি আর খুঁইজ্ছি,
আমার তো এখনো অলেক কাজ বাকি,
উয়াদের কলজের রক্তে,
আমার বিটির তর্পন হবে-বাবুমশাইরা,
রোজ রেতে ঘুমের মধ্যে,
বিটি আমার চিৎকার দিয়ে বলে,
"তুই উয়াদের ছাড়িস না বাপ
যারা তোর রোশনরে অকারণে খুন কৈরেছে,
যারা তোর ঘর ভাইংছে,
তুহারে কান্দাইছে, ঠকাইছে,
তাদের কারোরে তুই ক্ষমা করিস না বাপ,
তাদের তুই অন্ন যোগাস না রে বাপ,
সেই মাইনসগুলানরে তুই কোনোদিন
ভালোবাসিস নে রে বাপ |
সেই থেকে প্রতি রেতে,
বছরের পর বছর ধইরে,
আমি আলো আর লাঠি হাতে
ঘুইরে ঘুইরে বেড়াই বাবুগো |
সকলে ভয় পায়,
রাতগুলান ও আজ কাল
কেমন থম মেরে যায় |
বাবুগো আমি সিধু ওয়াচম্যান বটেক,
আন্ধারে আমার চোখ জ্বলতো বটেক,
কিন্তু এ পোড়া দুইচোখে আজকাল ঘুম লাগছে,
আমার ও সময় যে ফুইরে আসছে |
হায় খুদা
রোশনারা কি চিরকাল এইভাবে
বিনা বিচারে, বিনা প্রতিবাদে,
বিনা প্রতিশোধে হারিয়ে যাবে?
কিংবা-
মরেছে, মরছে, মরবে ?
**************************






PINAKI BOSE
21 A golap shastri Lane
kolata 700014

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩