Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

সন্দীপ দাসের দুটি কবিতা

পবিত্র শ্রমিক দিবস



বঞ্চনার জীবন , মূল্যহীন একটি প্রাণ ,
অর্থের জন্য ঘাম বেচেছে ওরা চিরকাল
আর এ সস্তার পৃথিবী ওদের তুচ্ছ শ্রমিক দিয়েছে নাম।।
পৃথিবীর মাটি ঘেঁটে , নোংরার স্তূপ চেটে
অন্ধকার কয়লার গহ্বরে পায়ে হেঁটে
ওদের বার্ধক্য এসেছে ।।
দু মুঠো অন্নের খোঁজে শিরার রক্ত
ওদের ঘাম হয়ে ঝরে পড়েছে প্রতিদিন ...
গ্রীষ্মের রোদ জ্বালা , শীতের হিমশিলা
গায়ে মেখে ওদের সূর্যোদয় ,
আর দিনের শেষে পান্তা বেসে আনন্দ
ওদের পাত ভরে দিয়ে যায় ক্ষুধায় ।।
যারা সুখে আনন্দে বিশাল ওই ঘরে
উন্মত্ত বেশে প্রাচুর্যের অপব্যবহার করে ,
প্রচুর খাবার , প্রচুর শৌখিনতা পড়ে থেকে যায়
প্রতিদিন ঐ ভাঙা লৌহ পাত্রের অন্ধকারে ।।
ওই নির্জিবের ক্ষুদা প্রতিদিন তো বেশ বুঝেছেন
তবে এই গরীব শ্রমিকের জন্য
মাত্র একটা দিন বেছে নিলেন !!
লোহা , পাথর কাটা মানুষগুলির দাম
এই হাতে তৈরি ভাঙা পাত্রটির থেকেও কি এতই কম ??

তবু , আজও পয়লা মে , পবিত্র শ্রমিক দিবস ।।
==========০০০===========



একবার ওদের গান শুনবো



একবার ওদের গান শুনবো ।।

মাঠের ধারে ধানের শিষ, সোনালী মাথা , আর কিছু দিন .... তারপর .... কাটা
পড়বে সবাই , পেট ভরাতে ।। তবু কারুর মনে কোন ক্ষোভ নেই ।। কেউ বলে না
আমরাও দেখে নেবো ।।

খাবার টেবিলে সংঘবদ্ধ সবাই , জড়ো করে রাখা একসাথে ।। একগাল , দুগাল করে
মুখে ঢুকিয়ে নেওয়ার মুখে শ্বাসনালী চেপে ধরবো সবাই ।। হত্যার দাম তুলে
নেবো হত্যা দিয়ে -- তবু কারুর মনে ক্ষোভ নেই ।।

মাথা দুলিয়ে নাচ গান করে অনেক লম্বা অপেক্ষা --
ওদের উপকারে খুন হওয়ার ।।

একবার ওদের গান শুনবো ।।
=========০০০=========
















Sandip Das
186/3 , Mahendra Bhattacharya Road
Kolabagan ( Near notun rasta ) . Ramrajatala .
Howrah - 711104

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩