Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

সন্দীপ দাসের দুটি কবিতা

পবিত্র শ্রমিক দিবস



বঞ্চনার জীবন , মূল্যহীন একটি প্রাণ ,
অর্থের জন্য ঘাম বেচেছে ওরা চিরকাল
আর এ সস্তার পৃথিবী ওদের তুচ্ছ শ্রমিক দিয়েছে নাম।।
পৃথিবীর মাটি ঘেঁটে , নোংরার স্তূপ চেটে
অন্ধকার কয়লার গহ্বরে পায়ে হেঁটে
ওদের বার্ধক্য এসেছে ।।
দু মুঠো অন্নের খোঁজে শিরার রক্ত
ওদের ঘাম হয়ে ঝরে পড়েছে প্রতিদিন ...
গ্রীষ্মের রোদ জ্বালা , শীতের হিমশিলা
গায়ে মেখে ওদের সূর্যোদয় ,
আর দিনের শেষে পান্তা বেসে আনন্দ
ওদের পাত ভরে দিয়ে যায় ক্ষুধায় ।।
যারা সুখে আনন্দে বিশাল ওই ঘরে
উন্মত্ত বেশে প্রাচুর্যের অপব্যবহার করে ,
প্রচুর খাবার , প্রচুর শৌখিনতা পড়ে থেকে যায়
প্রতিদিন ঐ ভাঙা লৌহ পাত্রের অন্ধকারে ।।
ওই নির্জিবের ক্ষুদা প্রতিদিন তো বেশ বুঝেছেন
তবে এই গরীব শ্রমিকের জন্য
মাত্র একটা দিন বেছে নিলেন !!
লোহা , পাথর কাটা মানুষগুলির দাম
এই হাতে তৈরি ভাঙা পাত্রটির থেকেও কি এতই কম ??

তবু , আজও পয়লা মে , পবিত্র শ্রমিক দিবস ।।
==========০০০===========



একবার ওদের গান শুনবো



একবার ওদের গান শুনবো ।।

মাঠের ধারে ধানের শিষ, সোনালী মাথা , আর কিছু দিন .... তারপর .... কাটা
পড়বে সবাই , পেট ভরাতে ।। তবু কারুর মনে কোন ক্ষোভ নেই ।। কেউ বলে না
আমরাও দেখে নেবো ।।

খাবার টেবিলে সংঘবদ্ধ সবাই , জড়ো করে রাখা একসাথে ।। একগাল , দুগাল করে
মুখে ঢুকিয়ে নেওয়ার মুখে শ্বাসনালী চেপে ধরবো সবাই ।। হত্যার দাম তুলে
নেবো হত্যা দিয়ে -- তবু কারুর মনে ক্ষোভ নেই ।।

মাথা দুলিয়ে নাচ গান করে অনেক লম্বা অপেক্ষা --
ওদের উপকারে খুন হওয়ার ।।

একবার ওদের গান শুনবো ।।
=========০০০=========
















Sandip Das
186/3 , Mahendra Bhattacharya Road
Kolabagan ( Near notun rasta ) . Ramrajatala .
Howrah - 711104

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল