সায়ন মোহন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সায়ন মোহন্তর কবিতা

বাহক


ওরা যাদুর কাঠি হাতে নিয়ে
সোনার পৃথিবী গড়ে,
ওরা একটু খেয়ে
অনেকখানি খাবার তৈরী করে ।
ছিন্ন বস্ত্রে গা ঢাকে না- গা দেখা যায় ওদের
তবুও কেমন জাহাজ ভাসে গান মোদের
মাথার 'পরে প্রদীপ 'ধরে
ছায়ার কাছে মরে !
শ্রম বিকিয়ে খাবার জোটে
তবুও কেন মান পায় না মোটে ?
যুগব্যাপী ভাই এমনি দশা -
স্রষ্টাকাশে তারা খসা
বিরামহীন কর্ম 'করে
যুগের চাকা ঘুরিয়ে চলে ।
অসহায় সব হাতের মুঠে
জয় পতাকা উঁচা থাকে ।
------000------


সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর, নদিয়া- ৭৪১১০১

No comments:

Post a Comment