সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা

।। আগুন ভিক্ষা ।। 


জ্বলন্ত ফার্নেসের সামনে হাপরের মতো
উঠছে নামছে কলজে
কলজে চৌচির করে বহুমুখী শিকড়ের মতো
ছিটকে যাচ্ছে সৃষ্টির উল্লাস,
আমরা সভ্যতা বিলাসী শহুরে নাগরিক
সামান্য ফুলকি দেখে ছিটকে যাচ্ছি দূরে!
####
দূরে বসে সভ্যতাকে বিকশিত করার কল্পনার
সলতে পাকাতে পাকাতে তোমাকে
খেটে খাওয়া শ্রমিক,কৃষকের গল্প বলেছিলাম।
পিলসূঁজ,সলতে, প্রদীপ সব, স-অ-ব আছে
নিভন্ত আগ্নেয়গিরির মতো আপাত শান্ত,
যেমন গল্পে হয় আর কি!
তবে প্রায়শই চিত্রনাট্যে বদল ঘটে যায়,
বদলে যায় কুশীলব, প্রেক্ষাপট, অভিমুখ।
###
অভাব শুধু--প্রদীপ জ্বালানোর আগুনের।
চল ওই ফার্নেসের সামনে শ্রমিকের কাছে
চল আবার ওই উদ্বাহু কৃষকের কাছে
চল অগ্নিভ স্বপ্ন পোষা শিক্ষকের কাছে 
পরম্পরা ও সভ্যতা বাঁচানোর আগুন ভিক্ষা
করে আনি,
চল,  সময় থাকতে থাকতে চল...

       ***********















সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
সরসুনা, কলকাতা

No comments:

Post a Comment