পল্লব দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

পল্লব দাসের কবিতা

অনীক


সমস্ত মায়া ত্যাগ করে
আপন জীবন বাজি রেখে
কিসের টানে ছুটে গিয়ে
কেনো হারায় নিজের প্রাণ
বল দেখি একবার ।

স্ব-ইচ্ছা ভুলে গিয়ে
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
সমস্ত বাধা ছিন্ন করে
কেনো সীমান্তে পা অটল রাখে
বল দেখি একবার ।

দেশবাসীকে ভালোবেসে
নিজ প্রাণ হাতে রেখে
মাতৃভূমিকে করে মোক্ষদান
তারাই আমার ভারতমাতার
একমাত্র বীর সন্তান ।
----------০০০--------














পল্লব দাস
গ্রাম : জমিদার পাড়া
পো: গাডরা
জেলা : জলপাইগুড়ি

No comments:

Post a Comment